ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ দর বেড়েছে বিডি অটোকার্সের

প্রকাশিত: ০৬:৫৮, ২৪ জুন ২০১৮

সর্বোচ্চ দর বেড়েছে বিডি অটোকার্সের

ঈদ পরবর্তী প্রথম সপ্তাহে উত্থানে পার করেছে উভয় শেয়ারবাজার। সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে বিডি অটোকার্সের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৪২.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৭ কোটি ১৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এই তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের ৪০.৩৫ শতাংশ, এটলাস বাংলাদেশের ২৬.১৭ শতাংশ, লিবরা ইনফিউশনের ২৫.৪৭ শতাংশ, মুন্নু জুট স্টাফলার্সের ২১.৪৪ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ১৮.৭৫ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৭.৫৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৬.৫৫ শতাংশ, জাহিনটেক্সের ১৬.২৬ শতাংশ এবং উসমানিয়া গ্লাসের শেয়ার দর ১৬.১৬ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×