ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ২৩৬ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৬:৫৭, ২৪ জুন ২০১৮

ব্লক মার্কেটে ২৩৬ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩টি কোম্পানি ব্লক মার্কেটে লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৩৬ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পাওয়ার, স্টাইল ক্রাফট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক, রেনেটা, কুইনসাউথ টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, গ্রামীণফোন, বিডি অটোকার্স, রহিম টেক্সটাইল, সামিট পাওয়ার, আইপিডিসি, লিনডে বিডি, রিপাবলিক ইন্স্যুরেন্স, শাশা ডেনিম, এপেক্স ট্যানারি, বাটা সু, ইবনে সিনা, মিরাকল, ডিবিএইচ, খুলনা পাওয়ার, স্কয়ার ফার্মা এবং লাফার্জ সুরমা। বিদায়ী সপ্তাহে এসব কোম্পানির মোট ২৩৫ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। কোম্পানিটির ৫৭ কোটি ২২ লাখ টাকার ১৫ লাখ ৫ হাজার ৯১০টি শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ কোটি ২৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ৪৭ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এ ছাড়া ইউনাইটেড পাওয়ারের ৫৪ লাখ টাকার, স্টাইল ক্রাফটের ২৬ লাখ ৩০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪৩ লাখ ৬০ হাজার টাকার, অলিম্পিকের ৩৮ কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ১ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকার, বিডি অটোকার্সের ২ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকার, রহিম টেক্সটাইলের ২৪ লাখ ৩০ হাজার টাকার, সামিট পাওয়ারের ১ কোটি ৭৬ লাখ ২০ হাজার টাকার, আইপিডিসির ১০ লাখ ৯০ হাজার টাকার, লিনডে বিডির ৪৫ লাখ ৬০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ২ কোটি ৫৩ লাখ টাকার, শাশা ডেনিমের ৩১ লাখ ৫০ হাজার টাকার, এপেক্স ট্যানারির ৬৯ লাখ টাকার, বাটা সু’র ২২ লাখ ৫০ হাজার টাকার, ইবনে সিনার ৭৯ লাখ ৬০ হাজার টাকার, মিরাকলের ৬ লাখ ১০ হাজার টাকার, ডিবিএইচের ১০ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকার এবং লাফার্জ হোলসিমের ১৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×