ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৫১.৪৯ শতাংশ

প্রকাশিত: ০৬:৫৬, ২৪ জুন ২০১৮

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৫১.৪৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতরের ছুটি পরবর্তী দেশের পুঁজিবাজারে কিছুটা হলেও গতি ফিরেছে। ব্যাংকগুলোর সুদহার কমানোর ঘোষণার কারণেই বাজারে তারল্য প্রবাহ বাড়ছে বলে সংশ্লিষ্টদের ধারণা। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫১.৪৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ৪ কার্যদিবসে ২ হাজার ৬৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে ৩ কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৩১৬ কোটি টাকার। ৩ কার্যদিবস হিসাবে তুলনা করলে সমাপ্ত সপ্তাহে লেনদেন বেড়েছে ৬৭৭ কোটি টাকা বা ৫১.৪৯ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯১ দশমিক ১৩ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৫ দশমিক ০৬ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৮৩ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৯৮ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ৪৩ শতাংশ বা ৭৬.৫৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ২০ শতাংশ বা ২৩ দশমিক ৫৯ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ২ দশমিক ০৪ শতাংশ বা ২৫.২৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৯টি কোম্পানির। আর দর কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার কারণে গত সপ্তাহে ডিএসইতে অংশগ্রহণ বেশি ছিল। ফলে শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৭ হাজার কোটি টাকা। যা আগের সপ্তাহে ছিল ৩ লাখ ৭৯ হাজার কোটি টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে বাজার মূলধন বেড়েছে ২.০৭ শতাংশ করে। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : আলিফ ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন, ইউনাইটেড পাওয়ার, ফার্মা এইড, প্যারামাউন্ট টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন, বেক্সিমকো, মুন্নু সিরামিক ও উসমানিয়া গ্লাস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বিডি অটোকার, মুন্নু সিরামিক, এটলাস বাংলাদেশ, লিব্রা ইনফিউশন, মুন্নু জুট স্টাফলার, বিডি ল্যাম্প, আনোয়ার গ্যালভানাইজিং, জাহিন টেক্স ও উসমানিয়া গ্লাস। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মেঘনা কনডেন্স মিল্ক, ঝিল বাংলা সুগার, মেঘনা পেট, সামাতা লেদার, সোনারগাঁও টেক্সটাইল, সাভার রিফ্যাক্টরিজ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, বার্জার পেইন্ট। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৯০ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক বেড়েছে ১ দশমিক ৮৯ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টি কোম্পানির। আর দর কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
×