ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যশোরে সন্ত্রাসীদের হাতে যুবলীগ নেতা খুন

প্রকাশিত: ০৫:৫৩, ২৪ জুন ২০১৮

যশোরে সন্ত্রাসীদের হাতে যুবলীগ নেতা খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও বোমার আঘাতে শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত মুনাফ লিটন (৩২) নিহত হয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাসীরা শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের ভাই যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মুনাফ দিলু ও আহত আরেক যুবলীগকর্মী ফজলুল করিম মিলন সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে লিটন, মিলনসহ যুবলীগের স্থানীয় কয়েকজন যশোর শহরের ঘোপ আঞ্চলিক যুবলীগ অফিসে বসেছিলেন। ওই সময় সন্ত্রাসী সুমন, আকাশ, কুদ্দুস, ইসরাফিল, রেজোয়ান, শাকিলসহ ২০-২৫ জন সেখানে আসে এবং অন্যদের সেখান থেকে বের করে দেয়। এরপর তারা লিটনকে এলোপাতাড়ি ছুরি মারে। পরে তারা ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে। স্থানীয় লোকজন আহত লিটন ও মিলনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মিলনের পায়ে আঘাত লেগেছে। তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা জানান, রাত ১২টার দিকে লিটনকে অপারেশন থিয়েটার থেকে চিকিৎসকরা বের করেন। এরপরই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকা নেয়ার পথে লিটনের অবস্থা সঙ্কটাপন্ন হয়ে ওঠে। বাধ্য হয়ে স্বজনরা তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে ভোর চারটার দিকে তিনি মারা যান। পরে লাশ যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে নেয়া হয়। সকালে লাশের ময়নাতদন্ত শেষে বিকেলে ঘোপ সরকারী কোয়ার্টার মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় ঘোপ কবরস্থানে লাশ দাফন করা হয়। যশোর কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, ‘এ ঘটনায় গতরাতেই একটি মামলা হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।’
×