ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিরল রোগে আক্রান্ত ধামইরহাটের জাহিদুল ইসলাম

প্রকাশিত: ২৩:২১, ২৩ জুন ২০১৮

বিরল রোগে আক্রান্ত ধামইরহাটের জাহিদুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ধামইরহাটে বিরল রোগে আক্রান্ত জাহিদুল ইসলামের উজ্জল ভবিষ্যতের আলোকশিখা যেন নিভু নিভু অবস্থায় দাঁড়িয়েছে। দুই পায়ের বিরল এই রোগে স্বাভাবিকভাবে হাটা-চলা করতে পারে না ২২ বছর বয়সী যুবক এই জাহিদুল ইসলাম। পায়ে সৃষ্টি হচ্ছে গাছের অঙ্কুর। একটু সুস্থতার কামনায় হারিয়েছেন ভিটে-মাটি। এখন পরিবারের সকলেই প্রায় বাস্তুহারা। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের চকমহাদেব গ্রামের আব্দুল আজিজের পুত্র জাহিদুল ইসলাম বাবার অভাবি সংসারে সহযোগিতার জন্য জীবিকার তাগিদে ফেনী জেলায় ইমরাত নির্মান শ্রমিক (রাজমিস্ত্রী) হিসেবে কাজ করতে গিয়েছিল। সেখানে ৩ মাস কাজ করার পর বাড়ি ফিরে আসে জাহিদুল। বাড়ি ফেলার কয়েকদিন পর তার পায়ে ছোট ব্রণ জাতীয় কিছু একটা বের হয়। পরে তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। বাবা আজিজ মিয়া সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে পরিবারের শেষ সম্বল ৫ শতক জমির ভিটে-মাটি টুকু অন্যত্র বিক্রি করে দেয়। এতে শরীর থেকে রোগ নামিয়ে জাহিদুলের দুই পায়ে এসে স্থায়ীভাবেই যেন ঘাটি গাড়ে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. মো. আতাউর রহমান বলেন, দেখে তো অস্বাভাবিকই মনে হচ্ছে। তবে এটি মুলত ‘লিমফেটিক অবসট্রাকশন অথবা ফাইলেরিয়াসিস ও স্কিন ইনফেকশন’ হতে পারে। তবে পরীক্ষা নীরিক্ষার আগে কিছু বলা যাবে না। তিনি রাজশাহী মেডিক্যালে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়ার পরামর্শ দেন।
×