ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে ভারতীয় হাই কমিশনের আয়োজনে যোগ দিবস পালন

প্রকাশিত: ২১:৪৪, ২৩ জুন ২০১৮

রাজশাহীতে ভারতীয় হাই কমিশনের আয়োজনে যোগ দিবস পালন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। আজ শনিবার এ উপলক্ষে নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকশিনার অভিজিৎ চট্টপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান ও জেলা প্রশাসক এসএম আবদুল কাদের। অনুষ্ঠানের শুরুতেই যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হোসেন বাদশা এমপি বলেন, যোগ বা ইয়োগা বিভিন্ন রোগ প্রতিরোধ ও প্রশমন এবং স্বাস্থ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে। শারিরিক অবস্থা ভালো রাখার জন্য যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকশিনার অভিজিৎ চট্টপাধ্যায়। তিনি বলেন, ভারতের এক প্রস্তাবে ২০১৪ সালের ১১ ডিসেম্বর ১৭৭টি দেশের সমর্থনে জাতিসংঘে এই প্রস্তাবটি গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় প্রতিবছর ২১ জুন সারাবিশ্বে ইয়োগা বা যোগ দিবস পালিত হচ্ছে। অনুষ্ঠান শেষে রাজশাহী ইয়োগা এ্যাসোসিয়েন ও ভারতীয় সহকারী হাই কমিশনের ইয়োগা সেন্টারের উদ্যোগে যোগ অনুশীলন প্রদর্শণ করা হয়। অনুষ্ঠানে রাজশাহীর বিশিষ্টজন, সাংবাদিক, পেশাজীবী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
×