ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় নজরুল সম্মেলন গোপালগঞ্জে শুরু

প্রকাশিত: ০৫:৩৭, ২৩ জুন ২০১৮

 জাতীয় নজরুল  সম্মেলন গোপালগঞ্জে শুরু

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২২ জুন ॥ গোপালগঞ্জে শুক্রবার শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। োপালগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এ ধরনের বড় আয়োজন- এটাই প্রথম। ঢাকার কবি নজরুল ইনস্টিটিউট ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে গোপালগঞ্জ শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন শেষ হবে ২৪ জুন। সম্মেলনে অংশ নেন নজরুল গবেষকসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ। শুদ্ধ বাণী ও সুরে নজরুল সঙ্গীত প্রশিক্ষক সৃজনের প্রশিক্ষণ, নজরুল বিষয়ক আলোচনা, নজরুলের জীবন-পরিক্রমা শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানসহ নানা আয়োজনের পাশাপাশি সন্ধ্যা ৭টায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নজরুল সঙ্গীত পরিবেশন করেন খ্যাতনামা নজরুল সঙ্গীত শিল্পীরা। তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিতে কবিপৌত্রী খিলখিল কাজী সেলিনা হোসেন, রওশন আরা সোমা, ড. লীনা তাপসী খান, রাহাত আরা গীতি, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, রেবেকা সুলতানা, ইয়াকুব আলী খান, শহীদ কবীর পলাশ, আলিফ লায়লা, ঝর্ণা সরকার, বুলবুল মহলানবীশ, ছন্দা চক্রবর্তী ও হাসান আরিফসহ নজরুল ইনস্টিটিউটের শিল্পীরা ইতোমধ্যে গোপালগঞ্জে এসেছেন। স্থানীয় শিল্পীরাও অংশ নিচ্ছেন সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানে।
×