ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বেসরকারী কোম্পানি কর্মকর্তার আত্মহত্যা

প্রকাশিত: ০৫:৩৬, ২৩ জুন ২০১৮

বেসরকারী কোম্পানি কর্মকর্তার আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাফরুলে জাহিদুল ইসলাম জালাল (৩৫) নামে বেসরকারী কোম্পানির কর্মকর্তা আত্মহত্যা করেছেন। তিনি মিরপুরের একটি বায়িং হাউজে চাকরি করতেন। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহে। তিনি ইব্রাহিমপুরে ২১৫/১ নম্বর বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে সপরিবারে বাস করতেন। কাফরুল থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে ইব্রাহিমপুরে ওই বাড়ির বেডরুম থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো জালালকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে তার লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এসআই মোজাম্মেল জানান, রাত দুটায় জালালকে ঝুলন্ত অবস্থায় পেয়ে তার স্ত্রী পুলিশকে সংবাদ দেয়। পুলিশ বাসায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। নিহতের প্রথম স্ত্রী রাশিদা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি অফিস শেষে বাড়িতে ফেরেন। পরে দেখি তিনি (জালাল) খেলা দেখতে বসলেন। তখন আর্জেন্টিনার খেলা চলছিল। এ সময় আমি ঘুমাতে ঘরে চলে যাই। পরে রাত দুটার দিকে উঠে দেখি ঘরের ফ্যানের সঙ্গে তার দেহ ঝুলছে। তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়া হয়। রাশিদা বলেন, আমি কিছুদিন আগে তার কাছ থেকে জানতে পেরেছি তিনি আরেকটি বিয়ে করেছেন। তাকে সব সময় বুঝিয়ে রাখতাম খারাপ কিছু যাতে না করেন। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন বুঝতে পারছি না। হয়ত দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার কোন ঝামেলা হয়েছিল।
×