ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৫:৩৫, ২৩ জুন ২০১৮

 ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ তারাকান্দা ও ত্রিশালে পুলিশের সঙ্গে আলাদা বন্দুকযুদ্ধের ঘটনায় দুই মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় মাদক কারবারিদের হামলায় আহত হয়েছেন চার পুলিশ। শুক্রবার ভোর ৩টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহতরা হচ্ছে তারাকান্দা উপজেলার কানিহারি গ্রামের শাহেদ আলীর পুত্র আলী হোসেন (৩৮) ও ত্রিশাল উপজেলার ধানীখলা গ্রামের কুদ্দুসের পুত্র স্বপন (৩৫)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান জানান, ফুলপুর-তারাকান্দা সড়কের রাইস মিলের কাছে মাদক ভাগাভাগি হচ্ছে খবর পেয়ে শুক্রবার ভোর ৩টার দিকে গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় আলী হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২০০ ইয়াবা, ৩টি গুলির খোসা ও ২টি ছোরা উদ্ধার করে। পুলিশ জানায়, আলী হোসেনের বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা রয়েছে। গোলাগুলির সময় কনস্টেবল সেলিম ও এসআই খন্দকার মামুন আহত হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিউর রহমান জানান, উপজেলার ভাটিপাড়া গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ স্বপনকে ময়মনসিংহ মেডিক্যালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২০০ ইয়াবা ও ৩টি রামদা উদ্ধার করা হয়। স্বপনের নামে ত্রিশাল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। নিহত আলী হোসেন ও স্বপনের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
×