ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতের পাঁচ নারী স্বেচ্ছাসেবী ধর্ষিত

প্রকাশিত: ০৫:০৫, ২৩ জুন ২০১৮

ভারতের পাঁচ নারী স্বেচ্ছাসেবী ধর্ষিত

ভারতের পূর্বাঞ্চলে ৫ নারী স্বেচ্ছাসেবী শুক্রবার বন্দুকের মুখে অপহরণ ও গণধর্ষণের শিকার হয়েছে। এটি ছিল দেশটির সর্বশেষ সবচেয়ে ভয়াবহ যৌন নির্যাতনের ঘটনা। পুলিশ এ কথা জানায়। খবর এএফপির। নির্যাতনের শিকার ওই নারীর অভিযোগ, মঙ্গলবার তারা ঝাড়খ- রাজ্যের আদিবাসী অধ্যুষিত খুন্তি জেলায় মানবপাচার বিরোধী সচেতনতামূলক প্রচার চালাচ্ছিল। এ সময় তাদেরকে অপহরণ করা হয়। দুর্বৃত্তরা নির্যাতনের ঘটনা ভিডিও করে এবং পুলিশকে জানালে তা প্রকাশের হুমকি দেয়। পুলিশ কর্মকর্তা রাজেশ প্রসাদ বলেন, ওই নারীরা স্থানীয় খ্রীস্টান মিশনারি দল পরিচালিত আশা কিরণ নামে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিল। প্রসাদ এএফপিকে বলেন, অনেক লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি বেশ কয়েকটি আদিবাসী প্রধান গ্রাম ঘুরে দেখা হয়েছে। সেখানে পাথালগাদি খ্যাত আত্ম-নিয়ন্ত্রণ আন্দোলনের সমর্থকরা রয়েছে। পাথালগাদির সমর্থকরা সম্প্রতি বহিরাগতদের তাদের এলাকায় অনুপ্রবেশ ও বসবাস মেনে নিচ্ছে না। খুন্তি গ্রামে মাওবাদী সশস্ত্র গেরিলারা কয়েক দশক ধরে বিশেষত ভূমির অধিকার প্রতিষ্ঠায় সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রসাদ জানান, তদন্তের জন্য ওই নারীদের মেডিক্যাল টেস্ট নেয়া হচ্ছে। নয়াদিল্লীতে ২০১২ সালে এক নারীকে গণধর্ষণ ও হত্যার পর সেখানে গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনা ভারতের প্রতি বিশ্বের দৃষ্টি নিবদ্ধ করে।
×