ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের ‘ব্রাজিল বাড়িতে’ ব্রাজিলের রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৫:০১, ২৩ জুন ২০১৮

নারায়ণগঞ্জের ‘ব্রাজিল  বাড়িতে’ ব্রাজিলের  রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার লালপুরের ‘ব্রাজিল বাড়ি’ হিসেবে খ্যাতি লাভ করা বাড়িটি শুক্রবার দুপুরে পরিদর্শনে আসেন ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরিয়া জুনিয়র। রাষ্ট্রদূতের সঙ্গে আসেন ব্রাজিলের গ্লোব টিভির তিন সাংবাদিক। এ সময় ওই বাড়িতে ব্রাজিল সমর্থকসহ এলাকার লোকজনের ভিড় জমে যায়। ব্রাজিল বাড়িতে এসে ব্রাজিল ফুটবল দলের সমর্থক ও ভক্তদের ভালবাসায় সিক্ত হন রাষ্ট্রদূত। লালপুর এলাকার ব্রাজিল বাড়ির মালিক জয়নাল আবেদিন ওরফে টুটুল। ব্রাজিল বাড়ি পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত (এম্বাসেডর) মি. জোয়াও তাবাজারা ডি অলিভেরিয়া জুনিয়র জানান, ব্রাজিলের ফুটবলের প্রতি তার এই ভালবাসা নিজের চোখে দেখার জন্য দুপুরে তার বাড়িতে উপস্থিত হয়েছেন। তিনি জানালেন, এ দেশে শুধু ঢাকাতেই নয় ঢাকার বাইরে ব্রাজিলের ফুটবলের অগণিত সমর্থকদের দেখে আমি ইউটিউবের মাধ্যমে ব্রাজিল বাড়ির খবর জানতে পেরেছি। এটা যেন ব্রাজিল ফুটবলের জীবন্ত জাদুঘর। নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার ব্রাজিল বাড়ির কথা এখন সবার মুখে মুখে। সবাই এক নামে চিনে এই বাড়িটিকে এখন। যার খবর পৌঁছে গেছে ব্রাজিল পর্যন্ত। এলাকাবাসীকে এখন যেন নিজের ঠিকানা বুঝাতে ব্রাজিল বাড়ির নাম বললেই চলে। এ এলাকায় আজ শুধু যে ব্রাজিলের রাষ্ট্রদূতের আগমন ঘটেছে এমনটি নয় দেশের বিভিন্ন স্থান থেকে ব্রাজিল সমর্থকরা বাড়িটিকে এক নজর দেখতে ছুটে এসেছেন। এদিকে এম্বাসেডরের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ায় ব্রাজিল ফুটবল সমর্থকদের আনন্দ বেড়ে দ্বিগুণ হল। উপস্থিত অধিকাংশের পরনে ছিল ব্রাজিলের পোশাক, কেউ বা গালে ঠোঁটে একেছেন ব্রাজিলের পতাকা। দৃশ্যটি নারায়ণগঞ্জে ফতুল্লার লালপুর এলাকার ব্রাজিল বাড়ির। বিশ্বকাপ শুরুর আগে যে বাড়ির খবর গণমাধ্যম থেকে শুরু হয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যার খবর পৌঁছে গেছে ব্রাজিল পর্যন্ত। ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ দেখার জন্য ব্রাজিল বাড়ির সামনে বাংলাদেশ ব্রাজিল ফ্যান ক্লাবের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। এদিকে ব্রাজিলের এম্বাসেডরের আগমন উপলক্ষে লালপুরে গ্রামে ঢোকার প্রবেশ পথে নির্মাণ করা হয় তোরণ। আশপাশে বাড়িঘরের দেয়ালে বড় বড় করে এবং বাড়িঘরের ছাদে উঠানো হয়েছে ব্রাজিলের পতাকা। ব্রাজিল ভক্ত সমর্থকদের দাবি ব্রাজিল বাড়িতে এম্বাসেডরের আগমন তাদের গর্বিত করেছে। বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বকাপ খেলবে এমনটাই দাবি তাদের। ব্রাজিল সমর্থক রাবিতা জানান, আমাদের খেলা দেখার আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে ব্রাজিল বাড়িতে ব্রাজিলের এম্বাসেডরের আগমন। নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন ওরফে টুটুল। প্রিয় দলের প্রতি ভালবাসার নজির সৃষ্টি করতে নিজের ছয়তলা বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে রাঙিয়েছেন। যা ইতোমধ্যে আলোড়ন তুলেছে দেশ থেকে বিদেশেও। শুধু বাড়িকে ব্রাজিলের পাতাকায় সাজানোই নয়, বাড়ির নামের প্লেটেও এই বাড়ির পরিচিতি এখন ‘ব্রাজিল বাড়ি’। জয়নাল আবেদিন টুটুল জানান, ব্রাজিল বাড়ির খবর জানতে পেরে ব্রাজিল রাষ্ট্রদূত শুক্রবার ব্রাজিল বাড়িতে উপস্থিত এটা শুধু ব্রাজিল বাড়ির জন্য নয় এটা নারায়ণগঞ্জবাসীর জন্য গর্বের ব্যাপার। তিনি বলেন, শুনেছি বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেয়ার জন্য ব্রাজিলের ফুটবল টেকনিক্যাল দল বাংলাদেশকে সহযোগিতা করবে। বাংলাদেশ যদি এই সহযোগিতাকে কাজে লাগাতে পারে তবে বাংলাদেশ আগামী ১০ বছরের মধ্যে বিশ্বকাপ ফুটবলের অংশ নিতে পারবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, ফুটবল খেলাকে ভালবেসেই আমার বাড়ি রং করা, বাড়ির ঘর ছাদে পতাকা উঠানো হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ফুটবল আমাদের ভালবাসা সমর্থনে আরও এগিয়ে যাবে। ব্রাজিল-কোস্টারিকা ম্যাচের খেলাটি সেই ব্রাজিল বাড়িতে বসেই দেখার কথা ছিল ব্রাজিল রাষ্ট্রদূতের।
×