ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন মিনিট আগে লাঞ্চে যাওয়ায় জরিমানা

প্রকাশিত: ০৪:৫৬, ২৩ জুন ২০১৮

 তিন মিনিট আগে লাঞ্চে  যাওয়ায় জরিমানা

লাঞ্চ বিরতির তিন মিনিট আগে ডেস্ক ছেড়েছিলেন। এ কারণে জরিমানা গুণতে হয়েছে এক চাকরিজীবীকে ! এমনকি প্রতিষ্ঠানটি তাকে তিরস্কারও করেছিল। ঘটনাটি ঘটেছে জাপানে। দেশটির কৌবে শহরের ওয়াটার ওয়ার্কস ব্যুরোতে কাজ করেন ওই চাকরিজীবী। তার বয়স ৬৪ বছর। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ অবশ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই চাকরিজীবীর ওপর নেয়া পদক্ষেপের জন্য দুঃখও প্রকাশ করেছেন। ওয়াটার ওয়ার্কসের এক কর্মকর্তা জানান, ৬৪ বছর বয়সী ওই চাকরিজীবী লাঞ্চ বিরতি শুরু হওয়ার তিন মিনিট আগে ডেস্ক ছাড়েন। গত সাত মাসে ২৬ বার এমন কাজ করেছিলেন তিনি। যার কারণে তাকে জরিমানা দিতে হয়েছে অর্ধেকদিনের বেতন। ওই প্রতিষ্ঠান বলছে, জাপানের সরকারী চাকরির নিয়ম অনুযায়ী প্রত্যেক চাকরিজীবীকে তাদের কাজে একাগ্র থাকতে হয়। তিনি এ নিয়ম ভঙ্গ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনার সমালোচনাও করেছেন। -ওয়েবসাইট
×