ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনিয়র সচিব মোজাম্মেল হক দুদক কমিশনার হচ্ছেন

প্রকাশিত: ০৪:৫৬, ২৩ জুন ২০১৮

  সিনিয়র সচিব মোজাম্মেল হক  দুদক কমিশনার  হচ্ছেন

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান অবসরের পর দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন কমিশনার হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে। তিনি বিদায়ী কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী ২৬ জুন দুদক থেকে বিদায় নেবেন ড. নাসিরউদ্দীন আহমেদ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুদকে যোগ দেয়ার জন্য ড. মোঃ মোজাম্মেল হক খান আগামী ৩০ জুন সিনিয়র সচিবের পদ থেকে অবসরে যাবেন। ওই দিনই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে দুদক কমিশনার হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে। সূত্র জানায়, পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী ড. মোঃ মোজাম্মেল হক খান শুক্রবার বিদেশ সফরে যাচ্ছেন এবং ৩০ জুনের আগেই দেশে ফিরবেন। এর পর তিনি দুদকে কমিশনার হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে। দুদক সূত্র জানায়, পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় ২৬ জুন দুদক কমিশনার (অনুসন্ধান) ড. নাসিরউদ্দীন আহমেদ কমিশন থেকে বিদায় নিচ্ছেন। তার পরিবর্তে ড. মোজাম্মেল হক খানকে নিয়োগ দিয়ে শূন্য পদটি পূরণ করা হবে। এ পদটি পূরণের জন্য সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি ড. মোঃ মোজাম্মেল হক খানসহ দুজন যোগ্য ও দক্ষ ব্যক্তির নামসহ একটি প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে পেশ করেছিলেন। পরে রাষ্ট্রপতি ড. মোজাম্মেল হক খানের নামটি চূড়ান্ত করেন বলে জানা গেছে।
×