ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর ৪২ নম্বর খুঁটি প্রস্তুত, ৫ নং স্প্যান বসছে

প্রকাশিত: ০৪:৫৪, ২৩ জুন ২০১৮

পদ্মা সেতুর ৪২ নম্বর খুঁটি প্রস্তুত, ৫ নং স্প্যান বসছে

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মাওয়া থেকে ফিরে ॥ পদ্মা সেতুর ৪২ নম্বর খুঁটি এখন প্রস্তুত। বৃহস্পতিবার শেষ অংশের ঢালাই সম্পন্ন হয়েছে। তাই এখন ৫ম স্প্যান স্থাপনের প্রস্তুতি চলছে। শুক্রবার বিকেলে সেতু বিভাগের দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, ‘৭এফ’ নম্বর ৫ম স্প্যানটি স্থাপনের জন্য মাওয়ার কুমারভোগ বিশেষায়িত ওয়ার্কশপ থেকে জেটিতে ক্রেনের সামনে নিয়ে আসা হয়েছে। ৩৬শ’ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনবাহী জাহাজটি এটি পাঁজা করে তুলে নেয়ার প্রস্তুতি নিচ্ছে এখন। এদিকে ৪২ নম্বর খুঁটির ঢালাই জমাট বাঁধতে লাগবে সাত দিন। এর পরই স্প্যানটি বসিয়ে দেয়া হবে। এই জমাট বাঁধার সময়ের মধ্যে স্প্যান গন্তব্যে নেয়াসহ অন্যান্য প্রক্রিয়া চলছে। এদিকে নদীতে এরই মধ্যে ৯টি খুঁটির কাজ সম্পন্ন হয়েছে। এগুলো হচ্ছে- মাওয়ার ৩, ৪, ৫ এবং জাজিরা প্রান্তের ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর খুঁটি। এছাড়া ১৩ নম্বর খুঁটির কাজ শেষ হচ্ছে শীঘ্র। আর বর্তমানে পাইলিং হচ্ছে ২৪ এবং ২৮ নম্বর খুঁটির। নদীতে একের পর এক পাইলং আর খুঁটি উঠে যাওয়া এবং স্প্যান বসানো চলছে। নদীতে এ পর্যন্ত ১৪৭টি পাইল স্থাপন হয়েছে। আরও ১২টি পাইলের বটম সেকশনের কাজ হয়েছে। সেতুর মোট ৪২টি খুঁটির মধ্যে দু’তীরে দুটিতে পাইল ১৬টি করে ৩২টি। এর মধ্যে ২০টি সম্পন্ন। আর নদীতে ৪০টি খুঁটির ২২টিতে ৭টি করে এবং ১৮টিতে ৬টি করে মোট ২৬২টি পাইল। যার অধের্কের বেশি অর্থাৎ ১৪৭টি বসে গেছে। তাই মূল সেতুর কাজ এখন ব্যপাকভাবে দৃশ্যমান হচ্ছে। পদ্মার জাজিরা প্রান্তে কাজের অগ্রগতি বেশি। কিন্তু এখন মাওয়া প্রান্তেও কাজ আর কাজ। মাওয়ার এক নম্বর পাইলের ১৬টি পাইলের মধ্যে চারটি পাইল বসেছে। আজ শনিবার আরও একটি পাইল সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মূল সেতুর সঙ্গে মাওয়া প্রান্তের প্রায় দেড় কিলোমিটার সংযোগ সেতুর কাজেও অগ্রগতি রয়েছে। ১৭২টি পাইলের সবই স্থাপন হয়ে গেছে। এর মধ্য দিয়ে দু’পারের সংযোগ সেতুর/ ভায়াডাক্টের ৩৬৫ পাইলের সব কটি সম্পন্ন হলো। মাওয়া প্রান্তে এআ পাইলের ওপর ক্যাপ বসছে সমানে। ইতোমধ্যে ৬টি ক্যাপ উঠে গেছে। আর ওপারে সংযোগ সেতুর ১৯৩টি পাইলের ওপর বসবে দেড় কিলোমিটারেরও বেশি দীর্ঘ সংযোগ সেতু। সংযোগ সেতুটির ৪০টি ক্যাপের মধ্যে ৩৪টি হয়ে গেছে। এর ওপর আবার খুঁটিও উঠতে শুরু করেছে। আরও নতুন খবর হচ্ছে, চীন থেকে আরেকটি স্প্যান দেশে পৌঁছেছে। এটি কুমারভোগের ওয়ার্কশপে খালাস করা হয়েছে। এ নিয়ে প্রকল্প এলাকায় ১৭টি স্প্যান পৌঁছল। এর মধ্যে সেতুর খুঁটিতে স্থাপন হয়ে গেছে চারটি। স্থাপনের জন্য ওয়ার্কশপ থেকে বের করা হয়েছে একটি। আর ওয়ার্কশপে ১২টির এখন ফিটিংয়ের কাজ চলছে। এছাড়াও ১৭টি স্প্যান তৈরি করে রাখা হয়েছে চীনে। এখন প্রতিটি প্রায় ৩২শ’ টন ওজনের বিশাল স্প্যান সমুদ্র পথে দেশে নিয়ে আসার অপেক্ষা। কিন্তু কুমারভোগের ওয়ার্কশপে স্থান সংকুলান না হওয়ার কারণে ধীরে ধীরে আনা হচ্ছে। সেতুর মোট ৪১টি স্প্যান প্রয়োজন। এখন বাকি ৭টি স্প্যান তৈরির জন্য প্লেট তৈরি হয়ে গেছে; চলছে প্রস্তুত প্রক্রিয়া। এদিকে শুক্রবার বিচারপতি জিনাত আরা এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথ সেতু কর্মযজ্ঞ ঘুরে দেখেন। তাদের সঙ্গে স্থানীয় জজশিপের বিচারক এবং প্রশাসনের কর্মকর্তাগণ ছিলেন। বিচারপতিদ্বয় সেতুর উভয়পারে এবং নদীতে ও ওয়ার্কশপ ঘুরে ঘুরে দেখেন। কর্মযজ্ঞ দেখে অভিভূত হয়েছেন। দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, ঈদের মধ্যেও পদ্মা সেতুর কাজ চলমান ছিল। তবে দেশী প্রকৌশলী এবং বিভিন্ন পর্যায়ের কমর্কতা এবং শ্রমিকরা ছুটিতে গেলেও যথাসময়ে কাজে ফিরেছেন। এখন পুরোদমে চলছে সেতুর কর্মযজ্ঞ।
×