ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীতাকু-ের বাঁশবাড়িয়া সৈকতে নিখোঁজ দুই খালাত ভাইয়ের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৪৮, ২৩ জুন ২০১৮

 সীতাকু-ের বাঁশবাড়িয়া  সৈকতে নিখোঁজ  দুই খালাত ভাইয়ের লাশ উদ্ধার

চট্টগ্রাম অফিস/নিজস্ব সংবাদদাতা, সীতাকু- ॥ চট্টগ্রামের সীতাকু-ের বাঁশবাড়ীয়া সৈকতে নিখোঁজ দুই খালাত ভাইয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও বাংলাদেশ নৌ-বাহিনীর ডুবুরি দল মরদেহ দুটি উদ্ধার করে। গত বৃহস্পতিবার বিকেল ৪টার সময় এই নিখোঁজের ঘটনা ঘটলে প্রায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে একই সাগর তীর এলাকা বাঁশবাড়ীয়া এলাকা থেকে দুই খালাত ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে বলে ঘটনা নিশ্চিত করেন উপজেলার বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। যে ২ জনের দেহ উদ্ধার করা হয়েছে তারা হলো- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শানার পাড়া এলাকার খোকনের পুত্র শানারপাড়া স্কুল এ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নাজমুল হাসান ইমন (১৯) এবং একই থানার ও স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র জনি রাজ (১৬)। এদিকে এ ঘটনার পর পর চট্টগ্রাম জেলা প্রশাসক(ডিসি) অফিস কর্তৃক উপজেলায় সাগর উপকূল এলাকায় অবস্থিত অবৈধ সকল বিচ’র পরিচালনা বন্ধ ঘোষণা করেছেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ কামরুজ্জামান বলেন, প্রায় ২৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও বাংলাদেশ নৌ-বাহিনী আমাদের উপস্থিতিতে স্কুল ও কলেজ ছাত্রের দুই মৃতদেহ উদ্ধার করে। উদ্ধার পরবর্তী আমরা মৃতদেহ দুটি সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি। স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মৃত ঘোষণা করার পর পরিবার যদি কোন রকম ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে আবেদন করে তাহলে আমাদের কোন আপত্তি থাকবে না।
×