ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৪:৪৬, ২৩ জুন ২০১৮

  বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে ॥ হাছান মাহমুদ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে সঙ্গে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। কিন্তু বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কোন রাজনৈতিক কারণে নয় বরং দুর্নীতির দায়ে দন্ডিত হয়ে কারাগারে রয়েছেন। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ ঃ উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বিএনপি সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোত অংশগ্রহণ করছে। বিএনপিকে বাদ দিয়ে নয় বরং আমরা বিএনপিকে সঙ্গে নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে চাই। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে অংশ না নিলে দেশ থেকেও তাদের পালাতে হতে পারে। খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, সংবিধান সম্মতভাবেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন। কোন অবস্থাতেই সংসদ ভেঙ্গে দেয়া হবে না। বিএনপি নেতাদের আন্দোলনের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন করার সাংগঠনিক শক্তি আপনারা হারিয়ে ফেলেছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সংগঠনটির উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি মোঃ জিন্নাত আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন টয়েল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা অরুণ সরকার রানা প্রমুখ।
×