ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জমে উঠেনি রাজধানীর নিত্যপণ্যের বাজার

প্রকাশিত: ০৪:৪০, ২৩ জুন ২০১৮

 জমে উঠেনি রাজধানীর নিত্যপণ্যের বাজার

ঈদের ছুটির পর এখনও জমে উঠেনি রাজধানীর নিত্যপণ্যের বাজার। ভিড় নেই ক্রেতাদের। ঠিক মতো দোকানও মেলে বসেননি বিক্রেতারা। যারাও বা দোকান খুলেছেন ক্রেতার অভাবে কাটাচ্ছেন অলস সময়। তবে, চাহিদার বিপরীতে পণ্যের যোগান স্বাভাবিক, বেশিরভাগ পণ্যের দাম তাই হাতের নাগালে। ঈদের ছুটিতে রাজধানী শহরে প্রশান্তির ছায়া, নেই চিরচেনা কোলাহল। নিত্যপণ্যের বাজারেও নেই ভিড় বা দরদামের ঝক্কি। অনেকটা ফাঁকা এক সময়ের ব্যস্ত বাজারের গলিও। যেখানে পণ্যের দামটাও হাতের নাগালেই। হাতেগোনা যে কজন ক্রেতা আসছেন, কিনছেন মন মতোই। সীমিত চাহিদার বিপরীতে, আছে পর্যাপ্ত যোগান। ক্রেতাদের অনুপস্থিতি কম থাকায় অনেকটাই অলস সময় কাটছে নিতপণ্যের দোকানিদের। মাছ ও মাংসের বাজারেও স্বস্তি হাওয়া। তবে, ক্রেতাদের উপস্থিতি কম সেখানেও। রাজধানীর বাজার জমে উঠতে আরো কদিন সময় লাগবে বলে জানালেন বিক্রেতারা। -স্টাফ রিপোর্টার
×