ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পানি সঙ্কটে বিপর্যস্ত রাজধানীর মিরপুরের জনজীবন

প্রকাশিত: ০৪:৪০, ২৩ জুন ২০১৮

 পানি সঙ্কটে বিপর্যস্ত রাজধানীর মিরপুরের জনজীবন

স্টাফ রিপোর্টার ॥ কয়েক মাস ধরে চলা পানি সঙ্কটে বিপর্যস্ত রাজধানীর মিরপুরের জনজীবন। স্থানীয়দের দাবি, কাজীপাড়া ও কাফরুলসহ বেশ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে সমস্যা থাকলেও সমাধানে নেই কোন কার্যকর উদ্যোগ। ঢাকা ওয়াসা পাম্প বসানোর আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করায় সঙ্কট থেকে মুক্তি মিলছে না বলেও দাবি তাদের। পানির স্তর নিচে নেমে যাওয়া ও পাম্প বসানোর জায়গা না পাওয়ার কথা জানান ওয়াসার কর্মকর্তারা। রাজধানীর মিরপুরের পশ্চিম কাজীপাড়ার অন্তত তিনহাজার পরিবারে পানি সরবরাহ নেই কয়েক মাস ধরে। বাসিন্দাদের দাবি, বারবার সময়সীমা বেঁধে দিয়েও পানি দিতে পারেনি ঢাকা ওয়াসা। এলাকাবাসী জানান, কোন বিকল্প উৎস থেকে পানি সরবরাহের ব্যবস্থা না করে একমাত্র পাম্পটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। নতুন পাম্প বসানোর কাজ শুরু করা হলেও তা শেষ হয়নি দীর্ঘদিনে। কাজীপাড়ার মত পানি সঙ্কট চলছে কাফরুল ও ইব্রাহিমপুরের কয়েকটি স্থানেও। কাজীপাড়ায় অন্তত ছয়শ পাকাবাড়ির মধ্যে কিছু বাড়িওয়ালা ব্যক্তিগত উদ্যোগে পার্শ্ববর্তী এলাকা থেকে পানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন। ওয়াসার কোন সহায়তা না পাওয়ার অভিযোগ করেন তারা। ঢাকা ওয়াসার জোন ১০ এবং ৪ এ পানি সংকটের বিষয়ে নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান, ভূগর্ভস্থ পানির স্বল্পতাসহ জায়গা সংকটকে দায়ী করেন। ঢাকা ওয়াসা বরাবরই চাহিদার তুলনায় পানি সরবরাহ বেশি বলে দাবি করলেও প্রায় সারাবছরই কোন না কোন জায়গায় পানির তীব্র সংকটের অভিযোগ করেন নগরবাসী।
×