ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় আ’লীগের মেয়র প্রার্থী সুন্দর আলী ও হালিম সিকদার

প্রকাশিত: ০৪:৪০, ২৩ জুন ২০১৮

  আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় আ’লীগের মেয়র প্রার্থী সুন্দর  আলী ও হালিম সিকদার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুটি পৌরসভার নির্বাচনের জন্য আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একক প্রার্থী হিসেবে গোপালদী পৌরসভায় বর্তমান মেয়র এম এ হালিম সিকদার এবং আড়াইহাজার পৌরসভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলীর নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু জানান, আড়াইহাজারের গোলাপলদী পৌরসভা ও আড়াইহাজার পৌরসভার আওয়ামী লীগ ও আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তি সর্বসস্মতিক্রমে দুটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগেরে একক প্রার্থী হিসেবে দু’জনের নাম চূড়ান্ত করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়েছে। গোপালদী পৌরসভায় বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএ হালিম সিকদার এবং আড়াইহাজার পৌরসভায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী। এছাড়া গোপালদী পৌরসভায় বিকল্প প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী বেনজির আহমদ ও সদস্য মনির হোসেন সিকদারের নাম কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। আড়াইহাজার পৌরসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নাম প্রেরণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সূত্র জানায়, আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় প্রার্থী নির্বাচনে জন্য তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় তৃণমূলের সকল নেতাকর্মী প্রার্থী নির্বাচনের জন্য স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে দায়িত্ব দেন। সাংসদ নজরুল ইসলাম বাবু দুটি পৌরসভার নেতাকর্মী ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মতামত নিয়ে সর্বসম্মতিক্রমে আড়াইহাজার পৌরসভয় সুন্দর আলী এবং গোপালদী পৌসভায় এম এ হালিমের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এ গোপালদী পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী এম এ হালিম সিকদার বলেন, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে আমাকে মূল্যায়ন করে দলের প্রার্থী হিসেবে নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠিয়েছে। আগামী নির্বাচনে গোপালদী পৌরসভায় নৌকার বিজয়ী ছিনিয়ে এনে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব। এ ব্যাপারে আড়াইহাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী জানান, সর্বসম্মতিক্রমে নির্বাচনে প্রার্থী হিসেবে আমার নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠিয়ে। সকলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখবে পারবে না। বিজয় আমাদের হবে। আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা বেগম সাংবাদিকদের জানান, আগামী ২৫ জুলাই গোপালদী ও আড়াইহাজার পৌরসভার ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমার শেষে দিন ২৪ জুন, বাছাই ২৬ জুন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ জুলাই।
×