ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাগুরা আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজে নিজস্ব ক্যাম্পাস হচ্ছে

প্রকাশিত: ০৪:৩৭, ২৩ জুন ২০১৮

 মাগুরা আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজে নিজস্ব ক্যাম্পাস হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ খুলনা বিভাগের একমাত্র মাগুরা প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের শিক্ষক কর্মচারীদের জমানো ৬৬ লাখ টাকায় পৌর এলাকার পারনান্দুয়ালী পল্লীবিদ্যুত অফিস এলাকায় ৭১ শতক জমি ক্রয় করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাস সমস্যার সমাধান হবে। এই কলেজে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রী প্রদান করা হয় । জানা যায়, ১৯৯৫ সালে মাগুরায় প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রবীণ শিক্ষক খান জিয়াউল হক, অধ্যক্ষ তপন কুমার বসু, আবু নাসির বাবলু প্রমুখ ব্যক্তির প্রচেষ্টা কলেজটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু কলেজের নিজস্ব কোন ক্যাম্পাস ছিল না। কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ তপন কুমার বসু। ৮ শিক্ষক কর্মচারী বিনা বেতনে কাজ করছেন। এই ভাবে ৬৬ লাখ টাকা অর্থ জোগাড় করে পৌর এলাকার পারনান্দুয়ালী পল্লীবিদ্যুত অফিস এলাকায় গত বৃহস্পতিবার ৭১ শতক জমি ক্রয় করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নিজস্ব ভবন নির্মাণ করা হবে। কলেজটি প্রায় শতাধিক শিক্ষার্থী অধ্যায়ন করছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বাবুল হোসেন জানান, এই কলেজটি খুলনা বিভাগের একমাত্র আয়ুবের্দিক মেডিক্যাল কলেজ। কলেজের নিজস্ব কোন ক্যাম্পাস ছিল না । শিক্ষক কর্মচারীদের জমানো ৬৬ লাখ টাকা ব্যয়ে পৌর এলাকার পারনান্দুয়ালী পল্লীবিদ্যুত অফিস এলাকায় ৭১ শতক জমি ক্রয় করা হয়েছে। এখানে ভবন নির্মাণ করা হয়েছে।
×