ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই লঞ্চকে জরিমানা

প্রকাশিত: ০৪:৩০, ২৩ জুন ২০১৮

 দুই লঞ্চকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২২ জুন ॥ পটুয়াখালী অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে যাত্রীবাহী লঞ্চ এমভি কুয়াকাটা-১ ও এমভি কাজল-৭ কে ৪৬ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে পটুয়াখালী নদী বন্দরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ এই অর্থদন্ড প্রদান করেন। অতিরিক্ত যাত্রী সামাল দিতে না পারায় পটুয়াখালী নদী বন্দর থেকে নির্ধারিত সময়ের চার থেকে পাঁচ ঘণ্টা আগেই ঢাকা অভিমুখে মোট সাতটি ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চ ছেড়ে গেছে। এর মধ্যে কুয়াকাটা-১ লঞ্চ থেকে ২২ হাজার পাঁচ শ’ টাকা এবং কাজল ৭ লঞ্চ থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
×