ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ভার্সিটির ভিসি হলেন ড. নিরঞ্জন

প্রকাশিত: ০৪:২৯, ২৩ জুন ২০১৮

 শেখ ফজিলাতুন্নেছা মুজিব ভার্সিটির ভিসি হলেন ড. নিরঞ্জন

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২২ জুন ॥ রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রাণ রসায়ন ও আণবিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নিরঞ্জন কুমার সানাকে জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় সদ্য প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার তাকে এই নিয়োগাদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, ২০১৭ সালের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় আইনের ১০ এর উপধারা ১ অনুযায়ী রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রাণ রসায়ন ও আণবিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নিরঞ্জন কুমার সানাকে ভিসি নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তার এই নিয়োগ চার বছরের জন্য। তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তার এই নিয়োগ বাতিল করতে পারবেন। ভিসি হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন। বিশ^বিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসে সর্বক্ষণিক অবস্থান করতে হবে। জানা গেছে, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম তার নির্বাচনী এলাকা জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামে ২০০০ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজ। সরকার ২০১৭ সালের ২৫ মে কলেজটিকে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের নীতিগত সম্মতি দেয়। পরবর্তীতে ২০১৭ সালের ২০ নবেম্বর কলেজটিকে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামে বিল আকারে জাতীয় সংসদে পাস হয়। এরপর থেকে আগের চলমান কলেজটিও এই বিশ্ববিদ্যালয়ের আওতায় এসেছে। কিন্তু গত এক বছরেও বিশ^বিদ্যালয়টিতে ভিসি নিয়োগ না হওয়ায় কলেজ পর্বে অধ্যয়নরত শিক্ষার্থীরা ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়ে নানা ভোগান্তির অভিযোগ তুলে আন্দোলন করে আসছিল। বৃহস্পতিবার ভিসি নিয়োগ দেয়ায় কলেজ পর্বের ৪০০ শিক্ষার্থীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ প্রজ্ঞাপন বিষয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজের উপাধ্যক্ষ মোঃ রফিকুল বারী মামুন জানান, ভিসি নিয়োগ হওয়ায় আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি ও অবকাঠামো উন্নয়নসহ বিশ^বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম শীঘ্র শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হলো। ভিসি ড. নিরঞ্জন কুমার সানা যোগদানের পর থেকেই বিশ^বিদ্যালয়ের সকল কার্যক্রমে গতি ফিরে আসবে।
×