ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাগুরায় বাড়ি পাচ্ছেন ৯৬২ পরিবার

প্রকাশিত: ০৪:২৫, ২৩ জুন ২০১৮

মাগুরায় বাড়ি পাচ্ছেন ৯৬২ পরিবার

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২২ জুন ॥ আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার এই সেøাগানকে নিয়ে যার জমি আছে কিন্তু ঘর নেই এ প্রকল্পের আওতায় মাগুরায় ৯৬২ জনরক বাড়ি তৈরি করে দেয়া হচ্ছে। এর মধ্যে মাগুরা সদর উপজেলার ২১৮ ও শ্রীপুর উপজেলায় ৭৪৪ জনের মধ্যে এই বাড়ি তৈরি করা হচ্ছে। জানা গেছে, সদর উপজেলায় ২১৮ হতদরিদ্র পরিবারকে যার জমি আছে কিন্তু ঘর নেই এ প্রকল্পের আওতায় বাড়ি তৈরি করে দেয়া হবে। অন্যদিকে শ্রীপুর উপজেলায় যার জমি আছে কিন্তু ঘর নেই এ প্রকল্পের আওতায় ৭৪৪ জনকে বাড়ি তৈরি করে দেয়া হচ্ছে। এ উপলক্ষে পৃথক পৃথকভাবে সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলার আমলসার ইউপিতে এক সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ শরিফী, উপজেলা প্রকৌশলী দিলীপ কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুজ্জামান বক্তব্য রাখেন।
×