ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালকিনিতে আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ আহত ১৫

প্রকাশিত: ০৪:২৪, ২৩ জুন ২০১৮

 কালকিনিতে আধিপত্য  নিয়ে সংঘর্ষ ॥  আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২২ জুন ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনিতে গ্রামবাসীদের দু’পক্ষের রক্তক্ষয়ী দফায়-দফায় সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরিত হয়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন গ্রামবাসী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্স ও ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে প্রায় তিন ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয়। জানা গেছে, উপজেলার সাহেবরাপুর এলাকার আন্ডারচর গ্রামের সেকেন ঢালীর সঙ্গে একেই এলাকার মজিদ শিকদারের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা চলে আসছে। এর জের ধরে হঠাৎ করে সেকের ঢালীর ও মজিদ শিকদারের লোকজন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শহিদুল কাজী (৩২), আকবার ফকির (৫০), সোনামিয়া ফকির (৬০), মালেক সরদার (৪২), জাকির বালী (৪০) ও মীনাল হোসেনসহ (২৮) কমপক্ষে ১৫ জন গ্রামবাসী আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×