ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পাবনায় কমিউনিটি হেল্থ এ্যান্ড হার্ট হাসপাতাল উদ্বোধন আজ

প্রকাশিত: ০৪:২৪, ২৩ জুন ২০১৮

 পাবনায় কমিউনিটি হেল্থ এ্যান্ড হার্ট হাসপাতাল উদ্বোধন আজ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২২ জুন ॥ সরকারী এবং বেসরকারী যৌথ উদ্যোগে শহরের সিংগা বাইপাস সড়কের পাশে ঢাকা কমিউনিটি হেল্থ এ্যান্ড হার্ট হাসপাতাল শনিবার উদ্বোধন হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন হাসপাতালটি উদ্বোধন করবেন। এ সময় উপস্থিত থাকবেন সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স ও সুশীল সমাজের প্রতিনিধিরা। স্বল্প ব্যয়ে সকল শ্রেণী পেশার সাধারণ মানুষের আধুনিক চিকিৎসা সেবা প্রদান করবে এই প্রতিষ্ঠানটি। জেলা শহরে হার্টের উন্নত চিকিৎসার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতা নিয়ে পাবনাতে ২৫০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের নিজস্ব জায়গায় নবনির্মিত হাসপাতাল ভবনের উদ্বোধন হচ্ছে আজ। আধুনিক চিকিৎসা সুবিধাবঞ্চিত জনসাধারণের বিশেষায়িত সেবা গ্রহণে এই হাসপাতাল বিশেষ ভূমিকা রাখবে। ২৪ ঘণ্টার জরুরী চিকিৎসা সেবা, গাইনী, শিশু, মেডিসিন ও সার্জারি বিভাগসহ বিভিন্ন বিভাগে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রথম পর্যায়ে ১২ জন ডাক্তার সার্বক্ষণিক সেবা প্রদানে হাসাপাতালে নিয়োজিত থাকছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর্সেনিক সমস্যা চিহ্নিতকরণ এবং এ সংক্রান্ত রোগের চিকিৎসার ক্ষেত্রে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দেশের একমাত্র বিশেষায়িত চিকিৎসাসেবা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। জানা গেছে, ১৯৮৮ সালে যাত্রা শুরু করা ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট পাবনাতে কার্যক্রম চালু করে ১৯৯০ সালে। বেসরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি আজ স্বাস্থ্যসেবায় অবদান রেখে চলেছে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে। ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের উদ্যোগে পাবনা রাধানগর মহল্লায় আর্সেনিক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। পাবনাতে আধুনিক চিকিৎসাসেবা আর সকল পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রাংশ নিয়ে কার্যক্রম শুরু করছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ঢাকাতে স্বাস্থ্যসেবার পাশাপাশি নিজেদের উদ্যোগে চালু করেছে মেডিক্যাল কলেজ হাসপাতাল। স্বল্প খরচে দেশ বিদেশের শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করছে এই প্রতিষ্ঠান থেকে। পাবনা কমিউনিটি হেল্থ এ্যান্ড হার্ট হাসপাতালে হৃদরোগ ছাড়াও আর্সেনিক আক্রান্ত রোগীদেরও বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হবে। শুধু তাই নয় একদিন এটি উত্তরবঙ্গের একটি প্রধান একাডেমিক হাসপাতাল হিসেবে গড়ে উঠবে বলে বিশেষজ্ঞ মহল আশা প্রকাশ করেছেন। বর্তমানে এই হাসপাতালটির দায়িত্ব পালন করছেন পাবনা সাবেক সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ডাঃ তাহসিনা বেগম। ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামান জানান, ছোটবেলা থেকে স্বপন ছিল নিজের মাটিতে কিছু করার। সেই ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য আমি মানবসেবায় নিজেকে নিয়োজিত করেছি। দেশের বা আমার অঞ্চলের দরিদ্র মানুষ খুব স্বল্প খরচে আধুনিক সকল ধরনের সেবা পাবে এই হাসপাতাল থেকে। বিশেষ করে হার্টের অসুখের জন্য পাবনাবাসীকে ঢাকাতে যেতে না হয় সেজন্য সরকার আর্থিকভাবে সহযোগিতা করেছে।
×