ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদক বিক্রিতে বাধা দেয়ায় বাবা-মাকে মারধর ॥ প্রতিবাদ করায় প্রতিবেশীকে হত্যার চেষ্টা

প্রকাশিত: ০৪:২৩, ২৩ জুন ২০১৮

 মাদক বিক্রিতে বাধা দেয়ায় বাবা-মাকে মারধর ॥ প্রতিবাদ করায় প্রতিবেশীকে হত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২২ জুন ॥ মাদক বিক্রিতে বাধা দেয়ায় পিতা-মাতাকে প্রায়ই মারধর ও নির্যাতন করে আসছিল পুত্র শহীদ পালোয়ান। বাবা-মাকে মারধর ও অত্যাচারে বাধা দেয়ায় প্রতিবেশী আছমত আলী নামের এক ব্যক্তিকে শহীদ পালোয়ান সহযোগীদের নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে এবং তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে গুরুতর আহতাবস্থায় আছমতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার মজিদপুর মহল্লার রাজারবাড়ির পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই আছমত আলীর জামাতা সেলিম পারভেজ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করলে পুলিশ শহীদকে গ্রেফতার করে। শহীদ মজিদপুর মহল্লার শরীফ পালোয়ানের ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা এবং তার বিরুদ্ধে ছিনতাই, চুরিসহ এলাকার মানুষকে মারধরে একাধিক অভিযোগ রয়েছে। জানা গেছে, শহীদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির পাশাপাশি বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। বিভিন্ন সময় বাবা-মা এ ধরনের কর্মকান্ড করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে শহীদ তার বাবা-মাকে নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে একইভাবে বাবা-মাকে মারধরের সময় প্রতিবেশী আছমত আলী তাকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে রামদা দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আছমতকে হত্যার চেষ্টা করে। এ সময় তার সঙ্গে থাকা টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় শহীদ। পরে তার চিৎকারে আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে ছুটে এলে শহীদ ও তার সহযোগীরা পালিয়ে যায়। আছমতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মামলা দায়েরের পর অভিযুক্ত শহীদকে গ্রেফতার করে পুলিশ।
×