ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে বাল্যবিয়ে ॥ ইমাম ও কাজীর কারাদন্ড

প্রকাশিত: ০৪:২১, ২৩ জুন ২০১৮

  বরিশালে বাল্যবিয়ে ॥ ইমাম ও কাজীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের দুটি বাড়িতে বাল্যবিয়ে পড়ানোর দায়ে ইমাম এবং বিয়ের কাজীকে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। শুক্রবার সকালে দন্ডপ্রাপ্তদের জেলহাজতে প্রেরণ করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- গুয়াবাড়িয়া গ্রামের বেলায়েত হোসেন ঢালী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আতাহার আলী এবং বিয়ের কাজী আব্দুল আলিম। উপজেলা নির্বাহী অফিসার শরিফ মুহাম্মদ ফয়েজুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনি গুয়াবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে গিয়ে ওই গ্রামের দুটি বাড়িতে বাল্যবিয়ে পড়ানোর সময় ইমাম আতাহার আলী ও বিয়ের কাজী আলিমকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুইজনকে ১৫ দিন করে সাজা প্রদান করা হয়। বাল্যবিয়ে বন্ধ করল জেলা প্রশাসক ॥ বাবুগঞ্জ উপজেলায় কিশোর ও কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। উপজেলার উত্তর রহমতপুর গ্রামের আব্দুর রশিদের নবম শ্রেণীতে পড়ুয়া কন্যা বিথী আক্তারের (১৬) সঙ্গে হবিগঞ্জ জেলার নবীগঞ্জের আব্দুল মান্নানের পুত্র আইনুদ্দিনের (২০) আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশে তাৎক্ষণিক বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার ঘটনাস্থলে পৌঁছে বিয়ের সকল আয়োজন বন্ধ করে দিয়েছেন।
×