ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলোচনায় সায়েরা রেজার ‘আছাম যাবো’

প্রকাশিত: ০৪:১৭, ২৩ জুন ২০১৮

আলোচনায় সায়েরা রেজার ‘আছাম যাবো’

স্টাফ রিপোর্টার ॥ ঈদ উপলক্ষে নন্দিত কণ্ঠশিল্পী সায়েরা রেজার কণ্ঠের ভিন্ন বিষয়বস্তুর একটি হৃদয়স্পর্শী গান প্রকাশ হয়েছে, গানের শিরোনাম ‘আছাম যাবো’। ঈদ উপলক্ষে জিপি মিউজিক ও শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল এসআর মিউজিক লাউঞ্জের ব্যানারে রিলিজ হওয়া এক্সক্লুসিভ মিউজিক ভিডিওটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। গানটিতে চা বাগানের এক নারী শ্রমিকের ভালবাসার বঞ্চনা ফুটে উঠেছে। স্বপ্নে বিভোড় যৌবনা এক কিশোরী ভিনদেশী সাহেবের প্রেমে পড়ে। এক পর্যায়ে প্রেমের ফাঁদে পড়ে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে ওই সাহেবের কাছে। সাহেব কথা দেয় কিশোরীকে বিয়ে করে অসম নিয়ে যাবে। কিন্তু সাহেব তার কথা রাখে না। তাকে একা রেখেই চলে যায় অসমে। এরপর থেকে কিশোরীর অপেক্ষার পালা আর শেষ হয় না। এদিকে আশপাশের পরিচিত জনের গঞ্জনা, অন্যদিকে বাবু সাহেবের প্রতি তার অগাধ বিশ্বাস আর প্রেম। এভাবে কাহিনী এগোতে থাকে। গানটির গীতিকবিতা ও সুর অসমের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। গানটিতে হৃদয়গ্রাহী সঙ্গীত আয়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক জেকে মজলিস। জীবন ঘনিষ্ঠ এই গানের ব্যয়বহুল ভিডিওতে মডেল হয়েছেন সময়ের ব্যস্ততম জনপ্রিয় মডেল নায়লা নাইম ও শিবলী নোমান। গানটির ভিডিও নির্দেশনায় ছিলেন মেধাবী নির্মাতা সোহেল রাজ। সিলেটের চা বাগানের দৃষ্টিনন্দন লোকেশনে নির্মিত গানটির কোরিওগ্রাফিতে ছিলেন মোঃ মামুন। গানটি প্রসঙ্গে শিল্পী সায়েরা রেজা বলেন, ঈদ আমাদের জীবনে এক অনাবিল সুখের বার্তা বয়ে আনে। প্রতিটি শিল্পীর চাওয়া থাকে ঈদে তার ভক্ত শ্রোতাদের জন্য নতুন কিছু উপহার দেয়ার। সেই ভাবনা থেকে ‘আছাম যাবো’ শিরোনামের এই গানটি নিয়ে হাজির হয়েছি। চেষ্টা করেছি আমার গায়কীতে গতানুগতিক ধারা থেকে বাইরে গিয়ে নতুন কিছু উপহার দিতে। কতটুকু পেরেছি তার বিচার শ্রোতাদের হাতে। শ্রোতাদের ভাল লাগলে আমার পরিশ্রম সার্থক হবে। শ্রোতাদের ভালবাসা নিয়েই আমি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই।
×