ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অভিনয়শিল্পী আমিন শাহের পথচলা

প্রকাশিত: ০৪:১৭, ২৩ জুন ২০১৮

অভিনয়শিল্পী আমিন শাহের পথচলা

স্টাফ রিপোর্টার ॥ আমিন শাহ্। পুরো নাম এএসএম সায়েদুর রহমান আমিন শাহ। এই সময়ের অন্যতম মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের মেধাবী অভিনয়শিল্পী। জন্ম গাজীপুরের টঙ্গীতে। একজন মঞ্চকর্মী হিসেবে অসংখ্য মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন। অসংখ্য বেতার নাটক, টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। সম্প্রতি একটি চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি। এছাড়া একাধিক নাটক ও নান্দনিক অনুষ্ঠান নির্মাণে চিত্রগ্রাহক হিসেবে বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। আমিন শাহ্ অভিনীত মঞ্চ নাটকগুলো হলো আব্দুল মান্নান রচিত ও পরিচালিত ‘রক্ত শপথ’, সিরাজুল ইসলাম রাজু রচিত এবং আফতাব মীর আসিফ পরিচালিত ‘ইতি কথা’, মোহাম্মদ রঞ্জু রচিত এবং কাশেম মাস্টার নির্দেশিত ‘কেরামত মেম্বার’। মোঃ জুয়েল রানার রচনা ও পরিচালনায় ‘বাবা কেন রাজাকার’, মোঃ জুয়েল রানার রচনা ও পরিচালনায় ‘কষ্ট কেন?’ এবং ‘সৈনিক’, মোহাম্মদ লিটন রচিত এবং এস এম সাইদুর রহমান নির্দেশিত ‘অবশেষে’, ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত ও গোলাম সিদ্দিকী পরিচালিত ‘একটি পয়সা’। অধ্যাপক জাকির হোসেন রচিত এবং মনির হোসেন জীবন নির্দেশিত ‘নীতির ইতি’, রঞ্জন দেবনাথ রচিত এবং মোঃ মোজাফ্ফর হোসেন মহর পরিচালিত ‘একটি পয়সা দাও’, সাজ্জাদ আলম রচিত এবং মনির হোসেন জীবন পরিচালিত ‘বৃন্দাবনে রাধা’, আবদুল মান্নান রচিত এবং আবদুল মান্নান ও সাজ্জাদ আলম পরিচালিত ‘ওদের জন্য’, লিপি মনোয়ার রচিত এবং মনির হোসেন জীবন নির্দেশিত ‘বোধদয়’, ভৈরবনাথ গঙ্গোপাধ্যায় রচিত এবং মোঃ মোজাফ্ফর হোসেন মহর পরিচালিত ‘মা মাটি মানুষ’, রঞ্জন দেবনাথ রচিত এবং মোঃ মোজাফ্ফর হোসেন মহর পরিচালিত ‘অনুসন্ধান’ ও ‘কলংকিনী বধূ’, সাজ্জাদ আলম রচিত এবং মোহাম্মদ লিটন পরিচালিত ‘শ্রমিক নেতা’, আবদুল মান্নান রচিত এবং মোজাফ্ফর হোসেন মহর পরিচালিত ‘হুশ’, আবদুল মান্নানের রচনা ও পরিচালনায় ‘ফাঁসি’। সাজ্জাদ আলমের রচনা ও পরিচালনায় ‘বধূয়া’ ও ‘২৪ ঘণ্টার ধর্মঘট’। জন মিলিংটন সেঞ্জ রচিত এবং আরিফুর জামান আরিফ নির্দেশিত ‘উপত্যাকার ছায়া’ প্রভৃতি। আমিন শাহ অভিনীত টিভি খন্ড নাটকগুলো হলো সাজ্জাদ আলম রচিত ও পরিচালিত ‘১০০ বার ভালোবাসি’, ‘অজান্তে’ ও ‘ডাকাতিয়া বাঁশি’, এ কিউ খোকন রচিত ও পরিচালিত ‘একজন মুক্তিযোদ্ধার আর একটি যুদ্ধ’, ‘শাস্তি’ ও ‘প্রথম বসন্তে’, সুস্ময় সুমন রচিত ও পরিচালিত ‘নীল সীমানা’, এস আর কাজল রচিত এবং ভি সি দাস শিবু পরিচালিত ‘প্রেম এমনই’, স্বাধীন সিরাজী রচিত ও পরিচালিত ‘নূরজান গুলাপজান’। রবীন্দ্রনাথের বৈষ্টমী গল্প অবলম্বনে কাউনাইন সৌরভের চিত্রনাট্য ও পরিচালনায় ‘নিরুদ্দেশ যাত্রা’, সাজ্জাদ আলম রচিত এবং এস এম সাইদুর রহমান পরিচালিত ‘এমনওতো প্রেম হয়’, সুজন অতিথি রচিত এবং এস এম সাইদুর রহমান পরিচালিত ‘নূরবানু’। গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প এবং কাউনাইন সৌরভের চিত্রনাট্য ও পরিচালনায় ‘দালিয়া’ অন্যতম। আমিন অভিনীত ধারাবাবিক নাটকগুলো হলো অধ্যাপক জাকির হোসেন ও আনজির লিটন রচিত এবং মনির হোসেন জীবন পরিচালিত ‘গুজব’, কে সি পাল রচিত এবং শুভাষ দত্ত পরিচালিত ‘অবশেষে একদিন’, মির্জা রাকিব রচিত এবং মাইনুল হোসেন খোকন পরিচালিত ‘লংকা কান্ড’, মোস্তফা সৌদ রচিত এবং মাইনুল হোসেন খোকন ‘প্রতিশোধ’ এবং ‘সম্পূর্ণ রঙিন’ নামে একটি ধারাবাহিক নাটকেও তিনি কাজ করেছেন। এছাড়া আমিনের অভিনীত বেতার নাটক ‘প্রবেশ পত্র’ রচনা প্রদিব ভট্টাচার্য, পরিচালনা শেকানূল ইসলাম শাহী। অভিনীত চলচ্চিত্র ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য হাশিম আখতার মোঃ করিম দাদ। পরিচালনা আরিফুর জামান আরিফ। মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করলেও ছোট বেলা থেকে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখেছেন আমিন শাহ। এ জন্য নিয়মিত নিজেকে প্রস্তুত করতেন তিনি। তবে এই স্বপ্ন পূরণের জন্য কোন পরিচালকের পেছনে ছোটেন নি। আমিন মনে করতেন তিনি চলচ্চিত্রে অভিনয়ের যোগ্য হোননি। তাই নিজেকে যোগ্য করার জন্য থিয়েটার চর্চা শুরু করেন। সেটাও ১৯৯৮ সালের কথা। থিয়েটারের পাশাপাশি নিয়মিত হলে গিয়ে চলচ্চিত্র দেখতেন। একটা সময় তার পরিবার বুঝতে পারল যে আমিন পড়াশোনার চেয়ে অভিনয়ের প্রতি সময় দিচ্ছে বেশি। তাই তার পরিবার তাকে জামালপুরে তার বোনের বাসা পাঠিয়ে দেয়। সেখানে তার বড়বোন এবং দুলাভাইয়ের উৎসাহে সেখানে অভিনয়ের পাশাপাশি লোকনৃত্য চর্চা করেন। বৃহত্তম ময়মনসিংহে লোক নৃত্য প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলে। আমিন শাহ বলেন, আমি নাচ শিখেছি অভিনয়ের প্রয়োজনে। এসএসসির পর আমি ঢাকায় তেজগাঁও কলেজে ভর্তি হই। সে সময় শাকিল নামে এক বন্ধু অনন্তহীরার ‘প্রাঙ্গণে মোড়’ নাট্যদলের সন্ধান দেয়। প্রাঙ্গণে মোড়ের হয়ে কয়েকমাসব্যাপী ওয়ার্কশপ করি। এরপর আবার আমাকে জামালপুর যেতে হয়। তবে ঢাকায় ফিরে স্বাধীন থিয়েটারের সঙ্গে যুক্ত হই। স্বাধীন থিয়েটারের কর্ণধার মনির হোসেন জীবন আমাকে সর্বপ্রথম টেলিভিশন নাটকে অভিনয় করার সুযোগ করে দেন। সেই থেকে টিভি নাটকে অভিনয় করছি। সর্বশেষ ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রে কাজ করছি। এ চলচ্চিত্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের ‘ইন্দ্রনাথ’ চরিত্রে অভিনয় করছি। ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখছিলাম ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রের পরিচালক আরিফুর জামান আরিফের হাত ধরে সেই স্বপ্নের সিঁড়িতে পা রাখলাম। চলচ্চিত্রের শুটিং এখন চলছে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও ভাল ভাল কাজ করে যেতে পারি।
×