ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভিউয়ার্স সংখ্যা ১২ লাখ

আলোচনায় বৈশাখী টিভির নাটক ‘হাই প্রেসার-২’

প্রকাশিত: ০৪:১৬, ২৩ জুন ২০১৮

 আলোচনায় বৈশাখী টিভির নাটক ‘হাই প্রেসার-২’

স্টাফ রিপোর্টার ॥ এবারের ঈদ উল ফিতরে টিভি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানের দর্শক সংখ্যার ওপর বিশ্বকাপ ফুটবল খেলার প্রভাব পড়েছে। অনেক ভাল ভাল নাটক হওয়া সত্ত্বেও দর্শকরা খেলার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন। তার পরেও কয়েকটি টিভি চ্যানেলের বেশ কয়েকটি নাটক দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। এর মধ্যে বৈশাখী টিভির ‘হাই প্রেসার-২’ নাটকটি বেশ আলোচনায় এসেছে। দর্শক জরিপে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে নাটকটি এমনটাই দাবি করছে চ্যানেল কর্তৃপক্ষ। এ নাটকটি বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় ঈদের ৭দিন রাত ১১টা ১০ মিনিটে প্রচার হয়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম, নাদিয়া, ফারুক আহমেদ, আ খ ম হাসান, মোহাম্মদ জামিল প্রমুখ। বৈশাখী টেলিভিশনে চ্যানেল কর্তৃপক্ষ বলছে ইউটিউবে এবারের ঈদের সেরা ধারাবাহিক হিসেবে ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে প্রচারিত নাটক ‘হাই প্রেসার-২’। নানা কৌতুক আর হাস্যরসে ভরপুর এ নাটকটি ইতোমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। গতকাল শুক্রবার ২২ জুন বেলা ১টা পর্যন্ত ইউটিউব চ্যানেলে এ নাটকের প্রথম পর্বের দর্শক সংখ্যা প্রায় ১২ লাখ। বিশেষ করে এ নাটকে মোশাররফ করিম ও জামিলের কয়েকটি দৃশ্য নেটে এখন ভাইরাল। যা টিভি নাটকের ক্ষেত্রে এমন ঘটনা সত্যিই বিরল। নাটকে দেখা যায় ১০১ প্রকারের উপাদান মিশিয়ে বাজারে বাজারে ঘুরে সরবত বিক্রি করে লাভলু ও ফটিক। তাদের কাছে সরবত খেতে আসে এ্যাপ্রোন পরা দুই উকিল। তাদের দেখে মজনু আর ফটিকের মাথায় ভর করে শয়তানি চিন্তা। উকিলরাও কম ধান্দাবাজ নয় তারাও বুঝতে পারে মজনু ও ফটিক কোনো ধান্ধা ফিকিরের চিন্তা করছে। এর পরের কাহিনী অনেক মজার। মজনু ও ফটিক উকিলের সার্টিফিকেট সংগ্রহ করে তাদের মামার বাড়ি বরিশালে গিয়ে শুরু করে আইন নামের ভ- ব্যবসা। এরপর ঘটতে থাকে পদে পদে নানা ঘটনা। হাস্যরসের মধ্য দিয়ে এভাবেই এগিয়ে চলে নাটকের কাহিনী। এ নাটকটি প্রসঙ্গে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম বলেন, ‘হাই প্রেসার-২’ নাটকের জনপ্রিয়তার খবর শুনে খুব ভাল লাগছে। আমরা মনে করি এটা আমাদের একটা অর্জন। এ অর্জনটা আমরা অব্যাহত রাখতে চাই। আমাদের উদ্দেশ্য দর্শকদের বিনোদন দেয়া। সেক্ষেত্রে আমরা সফল হয়েছি ভেবে ভাল লাগছে। এ সাফল্যের অংশীদার বৈশাখী টিভির সবাই। তাদের পরিশ্রম আর সহযোগিতার কারণেই এমন সাফল্যের পথে হাঁটছি আমরা। শুধু হাই প্রেসার-২ নাটকই নয়, অন্য তিনটি ধারাবাহিক যেমন ‘ব্রেক ফেইল-৩’, ‘চশমা পরিবার’, ‘মিস আমলাপাড়া’ এবং ৭টি একক ‘মেইড ইন ফরেন-২’, ‘মায়া গাছ’, ‘বিয়ে হইতে সাবধান’, ‘রিং মাস্টার বাবুর ঘোড়া’, ‘যেই লাউ সেই কদু’, ‘চতুর্থ শ্রেণীর ধর্মঘট’, ‘চোর সম্মেলন’ নাটকগুলোও আলোচনায় এসেছে। সেই সঙ্গে প্রতিদিন সকাল ১১টায় প্রচার হওয়া সোনালী দিনের স্বর্ণালী গান’ অনুষ্ঠানটিও বেশ প্রশংসিত হয়েছে। অন্যদিকে ঈদ উপলক্ষে প্রচার হওয়া ১৪টি চলচ্চিত্রের দর্শক সংখ্যা দেখেও আমরা আনন্দিত।
×