ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেরুকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স

প্রকাশিত: ১৮:২৯, ২২ জুন ২০১৮

পেরুকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স

অনলাইন ডেস্ক ॥ এমবাপের একমাত্র গোলে জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে ফ্রান্স। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় ফ্রান্স। ম্যাচের ১৭ মিনিটে আন্তোনিও গ্রিজম্যানের শট থামিয়ে দেন পেরু গোলরক্ষক পেদ্রো গ্যালেস। ম্যাচের ১৭ মিনিটে পেরু মিডফিল্ডার এডিসন ফ্লোরেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফ্রান্সের মিডফিল্ডার ব্লাইজ মাতৌদি। এরপর ম্যাচের ২৩ মিনিটে রেফারির সঙ্গে ফাউল নিয়ে বিতর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন পেরু ফরোয়ার্ড পাওলো গুয়েরেরো। ম্যাচের ৩৩ মিনিটে দারুণ এক সুযোগ হারান ফ্রেঞ্চ ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। সতীর্থের বাড়ানো বল পেলেও ডান পায়ের দুর্বল শট থামিয়ে দেন পেরু গোলরক্ষক। তবে এক মিনিটের ব্যবধানেই দলকে এগিয়ে নেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। ডি-বক্সে অলিভিয়ের জিরুর বাড়ানো বল পেয়ে পেরুর জালে বল জড়ান এমবাপে। ম্যাচের ৪৩ মিনিটে দারুণ এক সুযোগ পান ফ্রান্স ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। তবে তার নেয়া জোরালো এক শট থামিয়ে দেন লরিস। এরপর দুই দলই আক্রমণ চালালেও গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতায় ফিরতে লড়াই চালায় পেরু। বল নিয়ন্ত্রণে নিয়েই খেলতে থাকে তারা। তবে ম্যাচের বিরতি থেকে ফিরে ২ মিনিটের মাথায় পেরু ফরোয়ার্ড জেফারসন ফারফানের কারণে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ফ্রান্স ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। ম্যাচের ৫০ মিনিটে দারুণ এক সুযোগ পান পেরু মিডফিল্ডার পেদ্রো অ্যাকুইনো। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শট নিলেও বল বারে লাগলে গোল বঞ্চিত হন এই মিডফিল্ডার। ম্যাচের ৬১ মিনিটে সতীর্থের বাড়ানো বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো এক শট করেন পেরু ফরোয়ার্ড আন্দ্রে ক্যারিওলা। তবে সেই শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে গোলের সুযোগ হারান তিনি। ম্যাচের ৭৪ মিনিটে এমবাপের বদলি হিসেবে ওসমান ডেম্বেলেকে মাঠে নামান ফ্রান্স কোচ। ৮০ মিনিটে গ্রিজম্যানের বদলি হিসেবে মাঠে নামেন নাবিল ফেকির। এক মিনিট পর পেদ্রো অ্যাকুইনোকে রেফারি হলুদ কার্ড দেখান। এরপর ম্যাচের ৮২ মিনিটে গোলের সুযোগ পেয়েও বাঁ পায়ের লক্ষ্যহীন শট খেলে পেরুর জালে বল জড়াতে ব্যর্থ হন ফ্রান্স ফরোয়ার্ড রাউল রুইদিয়াজ। ম্যাচের ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় । ম্যাচের ৮৬ মিনিটে ফারফানকে ফাউল করে হলুদ কার্ড দেখেন পগবা। ফ্রি-কিক থেকে পেরু ফরোয়ার্ড পাওলো গুয়েরেরোর নেয়া শট থামিয়ে দেন লরিস। ম্যাচের ৮৯ মিনিটে পগবাকে উঠেয়ে তার বলদি হিসেবে স্টিভেন জঞ্জিকে মাঠে নামান ফ্রান্স কোচ। তবে যোগ করা মিনিটেও পেরু লড়াই চালিয়ে গেলেও আর গোলের দেখা পায়নি। আর তাতেই ১-০ গোলের জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল ফ্রান্স।
×