ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন সম্ভাব্য ১৭ মেয়র প্রার্থী

প্রকাশিত: ০৬:৪০, ২২ জুন ২০১৮

  বরিশালে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন সম্ভাব্য ১৭ মেয়র প্রার্থী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল সিটি কর্পোরেশনে দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের পাঁচজন ও বিএনপির নয়জন সম্ভ্রাব্য মেয়র প্রার্থী। এছাড়া বরিশাল রিটার্নিং অফিস থেকে মেয়র পদে জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন প্রার্থীসহ ৯৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন আগামী ২৮ জুন। যাচাই-বাছাই হবে ১ ও ২ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ৯ জুলাই, প্রতীক বরাদ্দ ১০ জুলাই এবং ভোটগ্রহণ করা হবে ৩০ জুলাই। মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল জানান, বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে হারানো নগর পিতার চেয়ার ফিরিয়ে আনার জন্য তৃণমূল থেকে শুরু করে মহানগর ও জেলা আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পক্ষে দলীয় মনোনয়ন ফরম ক্রয়ের পর তা পূরণ করে বৃহস্পতিবার সকালে জমা দেয়া হয়েছে। তিনি আরও জানান, আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বুধবার বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সাদিক আব্দুল্লাহ’র পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি। গত ১৮ জুন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক খান মামুন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন ভুলু ও ২০ জুন দুপুরে ব্যবসায়ী আরেফিন মোল্লা দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অবস্থান ধরে রাখতে এবারও মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য বিএনপির দলীয় মনোনায়ন ফরম ক্রয় করেছেন বর্তমান মেয়র আহসান হাবিব কামাল। ২০ জুন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে কামালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। পাশাপাশি দলীয় মনোনায়ন পাওয়ার আশায় কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন (দলীয় ও রিটানিং অফিসারের কাছ থেকে সংগ্রহ), বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, সাবেক ছাত্রনেতা আলী হায়দার বাবুল ও জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। জাপা নেতার হুঁশিয়ারি ॥ জাতীয় পার্টি থেকে সিটি কর্পোরেশনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলে নেতাকর্মীসহ গণপদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক বশির আহম্মেদ ঝুনু। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি (ঝুনু) এই ঘোষণা দিয়েছেন। সূত্রমতে, নির্বাচনের তফসিল ঘোষণার পর মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টির প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন তাপস নিজের অবস্থান জানান দিয়ে আসছেন। অভিযানে নির্বাচন কমিশন ॥ নির্ধারিত সময়ের আগেই সম্ভ্রাব্য প্রার্থীদের প্রকাশ্যে প্রচারণা চালানোর বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান শুরু করেছে নির্বাচন কমিশন। বিসিসি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোঃ হেলাল উদ্দিন জানান, সম্ভ্রাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার, তোড়ন, প্যান্ডেল, পোস্টারসহ সকল নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সামগ্রী অপসারণের জন্য ১৯ জুন রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে নির্দেশনা জারি করা হয়েছিল। এরমধ্যেও যারা এসব সামগ্রী অপসারণ করেনি সেইসব নির্বাচনী প্রচারণা সংক্রান্ত সামগ্রী অপসারণ করা হয়েছে। সকাল ১০টায় নির্বাচনী এলাকার পাঁচটি এলাকায় একযোগে এই অপসারণ কাজ শুরু করা হয়।
×