ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের প্রার্থী নির্বাচন আজ

সিলেটে মেয়র পদে পাঁচ মনোনয়নপত্র সংগ্রহ, কাউন্সিলর দেড় শতাধিক

প্রকাশিত: ০৬:৩৯, ২২ জুন ২০১৮

সিলেটে মেয়র পদে পাঁচ মনোনয়নপত্র সংগ্রহ, কাউন্সিলর দেড় শতাধিক

সালাম মশরুর, সিলেট অফিস ॥ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ চলছে। পাশাপশি প্রার্থীদের পক্ষে পাড়া-মহল্লায় উঠান বৈঠক, ফেসবুক, ফেস্টুন, ব্যানারে চলছে প্রচার। মেয়রপদে ৫ ও সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে দেড় শতাধিক প্রার্থী এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত না পাওয়ায় এখনও মনোনয়নপত্র সংগ্রহ করেননি। মনোনয়নপত্র বিক্রির দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মেয়র পদে মনোনয়ন সংগ্রহকারী ৫জনের মধ্যে ৪ স্বতন্ত্র প্রার্থী। ১ জন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি হচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনিসক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন খান। বৃহস্পতিবার সিলেট জেলা নির্বাচন অফিসারের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। অপর ৪জনের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, মুক্তাদির আহমদ, এহসানুল হক তাহের ও এহসানুল মাহবুব চৌধুরী জাহেদ। সিসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত জানান, তফসিল অনুযায়ী আগামী ২৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। রিটার্নিং অফিসার ১ ও ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে এখন সকলের দৃষ্টি রাজধানীর দিকে। বিষয়টি সমাধান হতে অন্তত দুই থেকে তিনদিন সময় যাবে। ঢাকায় দুই দলের কেন্দ্রীয় কমিটি থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত দেয়া হবে। মঙ্গলবার থেকে আওয়ামী লীগ ও বুধবার থেকে বিএনপি দলের হয়ে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে দুই দলের মনোনয়ন সংগ্রহ করা নেতাদের মনোনয়নপত্র জমার দিন ধার্য থাকায় প্রার্থীরা বৃহস্পতিবার সকাল থেকেই কেন্দ্রীয় অফিসে অবস্থান নিয়েছেন। প্রার্থী হতে ইচ্ছুক নেতাদের পাশাপাশি দুই দলের শীর্ষ নেতাদের বেশিরভাগই এখন ঢাকায় অবস্থান করছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গ্রুপিং-লবিং চালিয়ে যাচ্ছেন তারা। এখন স্থানীয় নেতাকর্মীরা তাকিয়ে আছেন ঢাকার সিদ্ধান্তের দিকে। দলীয় প্রতীক কে পাচ্ছেন এই নিয়ে তাদের মধ্যে কৌতূহলের শেষ নেই। প্রধান দুই দলেই একাধিক নেতা মেয়র পদে প্রার্থী হওয়ার কারণে বিপাকে পড়েছেন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা। বিশেষ করে কেন্দ্র থেকে প্রার্থী নির্বাচনের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবিচনা করতে হচ্ছে। যেখান থেকে দলয়ী কোন্দল সৃষ্টি না হয়। প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি দুই দলের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে নেয়া হয়েছে। সবার সঙ্গে আলোচনা করেই কেন্দ্রীয় নেতারা দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন এমনটাই আশা করছেন সবাই। বুধবারই সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র বিতরণ শুরু করে বিএনপি। মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ ১১ নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে মনোনয়ন ফরম তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে, মঙ্গলবার থেকে শুরু হয় আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ। বুধবার আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও ক্রীড়া সংগঠক মাহিউদ্দিন সেলিম। মঙ্গলবার ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় মনোনয়ন কেনেন মহানগর সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ। গত সোমবার মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মেয়র প্রার্থী হিসেবে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার, অধ্যাপক জাকির হোসেন এবং শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের নাম কেন্দ্রে প্রেরণ করা হয়। এই পাঁচজনই দলই মনোনয়ন সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহ করা নেতাদের মধ্য থেকে ২২ জুন একজন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডির দলীয় কার্যালয়ে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। একই সময়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র পূরণ করে জমা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম।
×