ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কোসের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুটের মামলা খারিজ

প্রকাশিত: ০৬:৩৪, ২২ জুন ২০১৮

   মার্কোসের বিরুদ্ধে  রাষ্ট্রীয় সম্পদ লুটের  মামলা খারিজ

ফিলিপিন্সের সাবেক একনায়ক ফর্ডিনা- মার্কোস ও তার স্ত্রী ইমেলদা মার্কোসের বিরুদ্ধে আনিত দুর্নীতি মামলা খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। অভিযোগ ছিল, তিনি ক্ষমতায় থাকার সময় দুর্নীতির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার আত্মসাত করেছেন। এবিএস-সিবিএন নিউজ। প্রেসিডেন্টশিয়াল কমিশন অন গুড গর্ভনমেন্ট (পিসিজিজি) ফের্দিনান্দ মার্কোসের অবৈধ উপায়ে সম্পদ অর্জনের বিষয় প্রমাণ করতে না পেরে মামলাটি খারিজ করে দেয়। মামলার শুনানিতে বলা হয়, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের অভিযোগে দায়ের করা মামলায় মার্কোসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায়, ২০১১ সালে করা মামলাটি আদালত খারিজ করে দিয়েছে। মার্কোসের শাসনামলে ফিলিপিন্সের জাতীয় ঋণ ২ বিলিয়ন থেকে ৩০ বিলিয়নে গিয়ে দাঁড়ায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ফিলিপিন্সের উন্নতিতে শামিল হওয়ায় ১৯৭২ সালে সামরিক শাসন থাকা স্বত্ত্বেও মার্কোসের বিপক্ষে যায়নি যুক্তরাষ্ট্র। কার্টার প্রশাসন বিশ্বব্যাংক থেকে ৮৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে, সামরিক বাহিনীকে সহায়তা করে ও তার শাসনকে নমনীয় স্বৈরশাসকরূপে আখ্যায়িত করে।
×