ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জোট গঠনের জন্য মোশারফের আহ্বান নাকচ করলেন ইমরান খান

প্রকাশিত: ০৬:৩৩, ২২ জুন ২০১৮

 জোট গঠনের জন্য মোশারফের আহ্বান নাকচ করলেন ইমরান খান

পাকিস্তানে সাধারণ নির্বাচন সামনে রেখে জোট গঠনের আহ্বান নাকচ করলেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। সাবেক সেনা শাসক পারভেজ মোশারফ তাকে তার প্রতি এই আহ্বান জানিয়েছিলেন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ৯ বছর ক্ষমতায় ছিলেন মোশারফ। ডন। মোশারফ ব্রিটেন থেকে দেশে ফেরার আগে দ্বিতীয়বারের মতো ইমরানকে জোট গঠনের অনুরোধ করেন। এর আগে চলতি বছরের এপ্রিলে জোট গঠনের জন্য তিনি ইমরানকে চিঠি দিয়েছিলেন। পাকিস্তানের নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা তার নির্বাচনী মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। শীঘ্রই তিনি আপীল করবেন বলে জানা গেছে। এদিকে আগের অবস্থানেই অনঢ় রয়েছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান। তিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারও সঙ্গে কোয়ালিশন গড়ে নয়, তেহরিক-ই-ইনসাফ এবার নিজেই সরকার গঠন করবে। শুধু তাই নয়, আরেক হেভিওয়েট প্রার্থী সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন নেতা শহীদ খাকান আব্বাসির মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। অসম্পূর্ণ হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। ২৫ জুলাই দেশটিতে জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র মঙ্গলবার যাচাই বাছাই করে দেশটির নির্বাচন কমিশন।
×