ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি রবিবার

প্রকাশিত: ০৪:৫৮, ২২ জুন ২০১৮

খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের  আবেদনের শুনানি রবিবার

স্টাফ রিপোর্টার ॥ হত্যা ও নাশকতার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি রবিবার অনুষ্ঠিত হবে। অন্যদিকে ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয় আদেশের জন্য আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত। এদিকে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালকে তিন মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। হত্যা ও নাশকতার অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি রবিবার অনুষ্ঠিত হবে। সুপ্রীমকোর্টের কজলিস্টে রবিবারের তালিকায় মামলাটি শুনানির জন্য রয়েছে। এর আগে গত ৩১ মে দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ ২৪ জুন পর্যন্ত স্থগিত করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপীল আবেদন (সিপি) ফাইল করতে বলেন আদালত। ওইদিন রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মানহানির দুই মামলা ॥ ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয় আদেশের জন্য আগামী ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
×