ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোটের দিন গাজীপুরে সব কলকারখানা বন্ধ, মোতায়েন থাকবে বিজিবি

প্রকাশিত: ০৪:৫৪, ২২ জুন ২০১৮

 ভোটের দিন গাজীপুরে সব কলকারখানা বন্ধ, মোতায়েন থাকবে বিজিবি

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দিনে এলাকার সব সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি সব ধরনের শিল্পকারখানাও বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৬ জুন মঙ্গলবার এই সিটিতে দ্বিতীয়বারের মতো নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। ইতোমধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সস্পন্ন করেছে ইসি। তারা বলছেন, ইসি সর্বাত্মক চেষ্টা করবে নির্বাচন সুষ্ঠু করার জন্য। নির্বাচন সুষ্ঠু করতেই এবং কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই কলকারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ইসির এই নির্দেশ পালন হচ্ছে কিনা তা দেখভাল করতেও গাজীপুর পুলিশ প্রশাসনকে দায়িত্ব দেয়া হয়েছে। এ সিটির নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্যবসায়ী সংগঠন বিজেএমইএ, বিকেএমইএ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ পুলিশ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইসির পক্ষ থেকে ব্যবসায়ীদের প্রতি ভোটের দিন কলকারখানা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে বলে জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের সময় নির্বাচন কমিশন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে করে ওই দিন গাজীপুরের সব কলকারখানা বন্ধ থাকে। নির্বাচনের পরে যে কোন এক ছুটির দিনে কারখানা খোলা রেখে ব্যবসায়ীদের পুষিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সব কল-কারখানা বন্ধ আছে কি নেই, তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ইসি সচিব। তিনি বলেন, আগামী ২৪ জুন রাত ১২টায় এ্যাম্বুলেন্স, ডাক বিভাগ, ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশেনের ময়লাবাহী গাড়ি ছাড়া অন্য সব যানবহন বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। আর পণ্যবাহী ট্রাক বিশেষ করে শিপমেন্ট ২৫ তারিখ মধ্যরাত থেকে ২৬ তারিখ মধ্যরাত পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভোট সুষ্ঠু করতে, এই সিটির ৫৭টি ওয়ার্ডের জন্য ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে ৫৭, বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে ১৯, প্রতিটি সাধারণ কেন্দ্রে ২২ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এ ছাড়াও এই সিটি নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, র‌্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। যাতে করে কোন ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি না হয়। কমিশনের পক্ষ থেকে ৫৭ নির্বাচন পর্যাবেক্ষকসহ দেশী-বিদেশী আরও পর্যবেক্ষক থাকবে উল্লেখ করেন ইসি সচিব।
×