ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিবচর পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৪:৩৭, ২২ জুন ২০১৮

শিবচর পৌরসভার  বাজেট  ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২১ জুন ॥ কোন করারোপ ছাড়াই শিবচর পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র আওলাদ হোসেন খান এ বাজেট ঘোষণা করেন। এই বাজেটে পৌরসভায় শেখ রাসেল শিশু পার্ক নির্মাণে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিবচর পৌরভবনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। বাজেট অধিবেশনে পৌর মেয়র আওলাদ হোসেন খান পৌরসভার ১৮-২০১৯ অর্থবছরের ৫০ কোটি ৩৫ লাখ ৬০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে পৌরসভার শেখ রাসেল শিশু পার্ক নির্মাণে জমি অধিগ্রহণ বা ভূমি উন্নয়ন বাবদ ৮ কোটি ৫ লাখ টাকা ও পার্ক নির্মাণ বাবদ ১০ কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে। বাজেটে পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে। এ সময় পৌরসভার সচিব মোঃ মোকলেছুর রহমান, প্রকৌশলী মামুন-অর রশিদ, কাউন্সিলর কাদের খান মিলু, হানিফ খালাসী, শাজাহান মোল্লা, আক্তার হোসেন খান, মলি রায়, অহিদুজ্জামান শাকিল খান, আজিজুর রহমান, নওয়াব বেপারী, রাজা মোল্লা, ইবনে ওয়াহেদ বেলায়েত মোল্লা, আজিমননেছা, জাহানারা বেগম উপস্থিত ছিলেন।
×