ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণীতে অতিরিক্ত ভর্তি ফি আদায়

প্রকাশিত: ০৪:৩৫, ২২ জুন ২০১৮

   একাদশ শ্রেণীতে অতিরিক্ত  ভর্তি ফি  আদায়

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২১ জুন ॥ বড়াইগ্রামের জোনাইল ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিতে বাধ্যতামূলকভাবে অতিরিক্ত হারে ফি আদায় ও অযৌক্তিক চুক্তিনামায় স্বাক্ষর নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজের সামনে বড়াইগ্রাম-চাটমোহর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম ও শিক্ষার্থী মানিক হোসেন বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, কলেজ কর্তৃপক্ষ সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে একাদশ শ্রেণীতে ভর্তিতে শিক্ষার্থী প্রতি আড়াই হাজার টাকা করে আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। এ ছাড়া কলেজে নবীন বরণ ও শিক্ষা সফরের বিষয়ে কোন দাবি করা যাবে না মর্মে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত চুক্তিনামায় স্বাক্ষর নেয়া হচ্ছে। সেকল শিক্ষার্থীরা স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানাচ্ছে তাদের ভর্তি বাতিলের হুমকি দেয়া হচ্ছে মানববন্ধনে অভিযোগ করা হয়। এ সময় বক্তারা অবিলম্বে সরকার নির্ধারিত ভর্তি ফি নিয়ে কলেজে ভর্তি করাসহ অযৌক্তিক চুক্তিনামা বাতিলের দাবি জানান। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আবুল আসর মোহাম্মদ শফীউজ্জামান জানান, সব কিছু নিয়ম মেনেই করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
×