ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কৃষি উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৪:২৮, ২২ জুন ২০১৮

কৃষি উপকরণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২১ জুন ॥ পটুয়াখালীর উপকূলীয় কলাপাড়ায় হতদরিদ্র ১৯ বিপদাপন্ন কৃষকের মাঝে ৭ জনকে নার্সারি, ১০ জনকে বাড়ির আঙ্গিনায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও দুইজনকে জৈব সার উৎপাদনের জন্য বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠিনিক ভাবে কৃষকদের হাতে এ উপকরণ তুলে দেয়া হয়। প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন শেষে এ উপকরণ বিতরণ করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ কলাপাড়া উপজেলার লালুয়া, বালিয়াতলী, মিঠাগঞ্জ, ডালবুগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে বিকল্প জীবিকায়নের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
×