ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় হাতি আছড়ে মারল স্কুলছাত্রকে

প্রকাশিত: ০৪:২৬, ২২ জুন ২০১৮

 সাতক্ষীরায় হাতি  আছড়ে মারল স্কুলছাত্রকে

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় গাছে বেঁধেরাখা এক ক্ষুধার্ত হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে হত্যা করেছে ৭ বছরের এক স্কুলছাত্রকে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তালা উপজেলার গঙ্গারামপুর পাকা ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত জিহাদ গঙ্গারামপুর গ্রামের হাসান গাজীর ছেলে ও স্থানীয় আল আমিন প্রিক্যাডেট স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। এই ঘটনার পর হাতির মাহুত গা ঢাকা দিয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বৃহস্পতিবার বিকেলে বলেন, ক্ষুধার্ত থাকা অবস্থায় হাতিটিকে বিরক্ত করার কারণেই শিশুটিকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারার ফলে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতিটি পুলিশী নজরদারিতে একই স্থানে গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা রয়েছে। খাবার দেয়ার পর হাতিটি এখন শান্ত রয়েছে বলে ওসি জানান। এলাকাবাসী জানান, সার্কাসে খেলা দেখানোর জন্য হাতিটি সিলেট এলাকা থেকে আনা হচ্ছিল। বুধবার রাতের কোন এক সময়ে বাইরে থেকে আনা হাতিটি গঙ্গারামপুর ব্রিজের কাছে নারকেল গাছে শিকল দিয়ে বেঁধে মাহুত ঘুমাতে যায়। উৎসুক অনেক লোকের সঙ্গে শিশু জিহাদও হাতিটি দেখতে সেখানে দাঁড়িয়ে ছিল। হাতিটি হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা শিশু জিহাদকে তার শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মেরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে তাদের নিয়ন্ত্রণে নেয়। তবে হাতির মাহুত (পালক) পালিয়ে গেছে বলে ওসি জানান।
×