ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুলিশ-জনতা সংঘর্ষ॥ উলিপুরে দুই গ্রাম পুরুষশূন্য

প্রকাশিত: ০৪:২৫, ২২ জুন ২০১৮

  পুলিশ-জনতা সংঘর্ষ॥ উলিপুরে দুই গ্রাম পুরুষশূন্য

স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম ॥ উলিপুরে সালিশে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের ঘটনায় পুরুষশূন্য হয়ে পড়েছে দুই গ্রাম। গ্রেফতার আতঙ্কে ঈদের জামাতে অংশ নেয়নি এলাকার ৫ শতাধিক পুরুষ। একটি গ্রামের মসজিদে নামাজ আদায় করেছে মাত্র ৭ বয়োবৃদ্ধ। এছাড়াও আসামিদের না পেয়ে মহিলাসহ মানসিক রোগীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গভীররাতে আসামি ধরপাকড় করার নামে মহিলাদের হুমকি-ধমকি ও লাঞ্ছনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান কাউকে হয়রানি করা হচ্ছে না জানিয়ে বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটলে আমাকেসহ উর্ধতন কর্মকর্তাদের অবহিত করতে পারেন। সালিশে জমিদার রায় নামে এক পৌর কাউন্সিলরকে লাঞ্ছিত করার জের ধরে পুলিশ লাঠিচার্জ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জনতা। এতে স্থানীয় জনতা, পুলিশ ও কাউন্সিলরসহ আহত হন ১০ জন। ঘটনাটি ঘটেছে উলিপুর উপজেলার পৌর এলাকার পশ্চিম শিববাড়ি ও ঠগপাড়া গ্রামে। গ্রেফতার এড়াতে বর্তমানে পুরুষশূন্য হয় পড়েছে দুই গ্রামের মানুষ। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্র জানায়, পৌরসভার পশ্চিম শিববাড়ি গ্রামের মোক্তার আলীর কন্যা ইনুকা বেগমের (২৫) সঙ্গে পশ্চিম নাওডাঙ্গা গ্রামের নাছির উদ্দিনের পুত্র আসাদুল ইসলামের (৩৫) ৩ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর মেয়ের নামে দুই শতক জমি লিখে দেয়ে; সেখানেই ঘরজামাই হিসেবে সংসার করছিল তারা।
×