ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে জেএমবি জঙ্গী কাশেমের বিস্ফোরক মামলার রায় ২৭ জুন

প্রকাশিত: ০৪:২২, ২২ জুন ২০১৮

  শেরপুরে জেএমবি  জঙ্গী কাশেমের  বিস্ফোরক মামলার  রায় ২৭ জুন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২১ জুন ॥ জেএমবির নব্য সদস্য আবুল কাশেম ওরফে আবু মোসাব (২২) এর বিরুদ্ধে চাঞ্চল্যকর বিস্ফোরক মামলায় যুক্তিতর্ক শেষে আগামী ২৭ জুন রায়ের দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উভয়পক্ষের আইনগত ব্যাখ্যাসহ যুক্তিতর্ক শেষে ওই রায়ের তারিখ ঘোষণা করেন শেরপুরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এম এ নূর। ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত পিপি এ্যাডভোকেট অরুণ কুমার সিংহ রায় ওই তথ্য নিশ্চিত করে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবকে সামনে রেখে বড় ধরনের নাশকতার উদ্দেশে ২০১৭ সালের ৫ অক্টোবর রাতে নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে জঙ্গীদের বিস্ফোরক তৈরির রাসায়নিক পদার্থের গোডাউনের সন্ধান এবং ওই গোডাউন থেকে নাইট্রিক এসিড, সালফিউরিক এসিড, ক্লোরোফরম ও ডাইক্লোমেথিনসহ বিস্ফোরক তৈরির প্রায় ৬শ’ লিটারের বিপুল পরিমাণ রাসায়নিক তরল পদার্থ উদ্ধার করে পুলিশ। তৎকালীন পুলিশ সুপার রফিকুল হাসান গনির নেতৃত্বে জেলা পুলিশের ব্যাপক তৎপরতা ও নজরদারির কারণেই ওই অভিযানটি সফল হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগের ডিআইজি নিবাস চন্দ্র মাঝিসহ উর্ধতন কর্মকর্তারা। পরে ওই ঘটনায় ৭ অক্টোবর নকলা থানায় গোডাউনের ভাড়াটে আবুল কাশেম ও ফয়েজ উদ্দিন এবং মালিক মিনারা বেগমসহ স্বনামে ৩ জন ও অজ্ঞাতনামা বেশ কয়েকজন জঙ্গীকে আসামি করে ১৯০৮ সালের একটি মামলা রেকর্ড হয়।
×