ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাজেটে উৎপাদনমুখী রফতানি খাত উপেক্ষিত

প্রকাশিত: ০৪:১৯, ২২ জুন ২০১৮

  বাজেটে উৎপাদনমুখী রফতানি  খাত উপেক্ষিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বারবার ইঙ্গিত দিয়েও প্রস্তাবিত বাজেটে কমানো হয়নি রফতানি ও উৎপাদনমুখী শিল্পের কর্পোরেট ট্যাক্স; বরং তৈরি পোশাক শিল্পে বিগত বছরের চেয়ে বাড়ানো হয়েছে এই কর হার। এতে হতাশ শিল্পোদ্যোক্তারা। আর পোশাক খাতের তুলনায় দ্বিগুণেরও বেশি কর্পোরেট ট্যাক্স দিয়ে আসা রপ্তানিমুখী অন্যান্য খাতের উদ্যোক্তাদের দাবি, পোশাকখাতের সঙ্গে কর হার সামঞ্জস্যপূর্ণ করার। শিল্পায়ন ও পণ্যের বাজার বহুমুখীকরণে সব রফতানিমুখী খাতের করহার সমান করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরাও। বাজেট ঘোষণার আগে বিভিন্ন শিল্প ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনায় কর্পোরেট করের হার কমানোর আভাস দিয়েছিলেন অর্থমন্ত্রী। এরপর থেকে শিল্পোদ্যোক্তারা নানা হিসাব নিকাশ শুরু করলেও সমীকরণ মেলাতে পারেননি বাজেট উত্থাপনের পর। এবার প্রস্তাবিত বাজেটে ব্যাংক ও বীমাখাত কর্পোরেট ট্যাক্সে কিছুটা ছাড় পেলেও উপেক্ষিত থেকে যায় উৎপাদন- রপ্তানিমুখী উৎপাদন খাত। উপরন্তু তৈরি পোশাক শিল্পের কর্পোরেট কর হার ৩ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। সেই সঙ্গে গার্মেন্টস এ্যাক্সেসরিজ, ২য় বৃহত্তম রপ্তানি খাত চামড়া, সম্ভাবনাময় শিল্প প্লাস্টিক ও সিরামিকসহ বাকি সব রফতানিমুখী শিল্পে ৩৫ শতাংশই বহাল রাখা হয় এ কর হারে। চামড়াজাত পণ্য রফতানিকারক সমিতির সাবেক সভাপতি টিপু সুলতান বলেন, ‘গার্মেন্ট সেক্টর প্রথম থেকে কিছু সুযোগ সুবিধা পেয়েছিল। সেই সুবাধে তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে। সেই হিসেবে আমাদের কর্পোরেট ট্যাক্সও একই হওয়া উচিত।’ গার্মেন্টস এক্সেসরিজ এ্যান্ড প্যাকেজিং শিল্পের সভাপতি আবদুল কাদির খান বলেন, ‘গার্মেন্টসে যে বায়ারই কাজ করেন না কেন এক্সেসরিজ একমাত্র উপাদান ওই পণ্যটাকে সম্পূর্ণ করার জন্য। সবাইকে একই নীতিমালা সঙ্গে চলে এসেছে, আমাদেরকে সে নীতিমালার মধ্যে নিয়ে আসা উচিত।’ প্রেক্ষাপট বিবেচনায় সম্ভাবনাময় রফতানি-খাতের বিকাশ ও প্রবৃদ্ধি বাড়াতে কর কাঠামোয় ন্যায্যতা প্রতিষ্ঠার পরামর্শ অর্থনীতিবিদদের। সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, ‘তৈরি পোশাকখাত যে ধরনের সুবিধা পাচ্ছে, আর অন্য খাতের জন্য ৩৫ শতাংশ। সেটিও নতুন খাত বিকাশের জন্য এক ধরনের বৈষম্যমূলক। দেশীয় শিল্পের বৈচিত্র্যময় ধরে রাখার জন্য করহার ভারসাম্য করা উচিত।’
×