ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মহাদেবপুরে একমাস পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

প্রকাশিত: ০১:২৫, ২১ জুন ২০১৮

মহাদেবপুরে একমাস পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মহাদেবপুরে অপহৃত স্কুল ছাত্রী এক মাস পর উদ্ধার হলেও অপহৃরনকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে থানা পুলিশ আজ বৃহস্পতিবার নওগাঁ আদালতে সোপর্দ করেছে। গত মঙ্গলবার ভোরে পিরোজপুর জেলার ইন্দরকানী উপজেলার টেংরাখালি গ্রাম থেকে গোপনসূত্রে খবর পেয়ে মহাদেবপুর থানার এসআই মোঃ আজিজুল হক অপহৃতা স্কুল ছাত্রী সাদিয়া নূসরাত জাহানকে (১৪) উদ্ধার করে। পুলিশ জানায়, উপজেলার সদরের মাহফুজ জামান দীপুর মেয়ে জাহাঙ্গীরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া নূসরাত জাহান গত ১৫ মে স্কুলে যাওয়ার সময় অপহরন হয়। অপহৃতা স্কুল ছাত্রীর মুক্তিপন হিসেবে তার পিতার কাছে মোবাইল ফোনে অপহরনকারীরা ৩ লাখ টাকা দাবী করে। এ টাকা দিতে চেয়ে পুলিশ অপহরনকারী দলের সদস্যকে গ্রেফতারের উদ্দেশ্যে ফাঁদ পাতে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহৃতা সাদিয়া নূসরাত জাহানকে এদিন ইন্দরকানী থানা এলাকায় রেখে অহরনকারী দলের সদস্য ওই গ্রামের আব্দুল লতিফ সরদারের ছেলে রবিউল ইসলামসহ অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে ইন্দরকানী থানা পুলিশের সহযোগিতায় অপহৃতাকে উদ্ধার করতে সক্ষম হলেও পুলিশ অপহরনকারী রবিউল ইসলামসহ অন্য সদস্যদের গ্রেফতার করতে পারেনি। এর আগে অপহরনকারী রবিউল ইসলামের বাবা আব্দুল লতিব সরদার (৬০) ও মা রাজিয়া আক্তারকে (৫২) অপহরনে সহযোগিতার অভিযোগে গত ১০ জুন মহাদেবপুর থানা পুলিশ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। এ অপহরন ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর পিতা উপজেলা সদরের মাহফুজ জামান দীপু বাদী হয়ে রবিউল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি অপহরন মামলা দায়ের করে বলে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান।
×