ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শরণার্থী সংকটের সমাধান খুঁজতে রবিবার ইইউ’র সংক্ষিপ্ত বৈঠক

প্রকাশিত: ১৯:৫৭, ২১ জুন ২০১৮

শরণার্থী সংকটের সমাধান খুঁজতে রবিবার ইইউ’র সংক্ষিপ্ত বৈঠক

অনলাইন ডেস্ক ॥ ইউরোপীয় ইউনিয়নে(ইইউ) ক্রমবর্ধমান শরণার্থী সংকটের সমাধান খুঁজতে আগামী বৃহস্পতিবার জোটটির শীর্ষ নেতারা বৈঠকে বসবেন৷ তবে তার আগে বিষয়টি নিয়ে রবিবার নিজেদের মধ্যে কথা বলবেন কয়েকজন ইইউ নেতা৷ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লড জাঙ্কার গতকাল বুধবার জানান, ইউরোপে অভিবাসন ও আশ্রয় নিয়ে আলোচনার জন্য তিনি রবিবার ব্রাসেলসে ‘অনানুষ্ঠানিক' এক বৈঠক আহ্বান করেছেন৷ খবর ডয়েচে ভেলের। জাঙ্কারের এক টুইট উদ্ধৃত করে খবরে বলা হয়, ইইউ শীর্ষ সম্মেলনের আগে শরণার্থী সংকটের একটি ইউরোপীয় সমাধান পাওয়ার লক্ষ্যে কয়েকজন রাষ্ট্রপ্রধান নিজেদের মধ্যে আলোচনা করবেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৈঠকটিতে জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, গ্রিস, অস্ট্রিয়া ও বুলগেরিয়ার নেতৃবৃন্দ এতে অংশ নেবেন৷ এদিকে, মাল্টার প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনিও জাঙ্কারের আমন্ত্রণ পেয়েছেন৷ বৈঠকে ‘ডাবলিন রেগুলেশন' সংস্কার নিয়ে আলোচনা হতে পারে৷ এই নীতি অনুযায়ী, শরণার্থীরা প্রথমে যে দেশে নিবন্ধিত হবেন, সেই দেশেই তাদের আশ্রয়ের আবেদন করতে হয়৷ এই নিয়মের কারণে ইতালি ও গ্রিসের সমস্যা হচ্ছিলো৷ কারণ, বেশিরভাগ শরণার্থীই সাধারণত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই দেশ দু’টিতে আশ্রয় নিয়ে থাকেন৷ এছাড়া বৈঠকে ইইউ’র সীমান্তরক্ষী বাহিনীকে শক্তিশালী করা, ইইউ’র বাইরে আশ্রয় প্রক্রিয়াকরণ কেন্দ্র খোলা এবং ইইউ’র বিভিন্ন দেশে শরণার্থীদের বণ্টন করা ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে৷ ডয়েচে ভেলে।
×