ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৯৪ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৫:৩৯, ২১ জুন ২০১৮

 ব্লক মার্কেটে ৯৪ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৩ কোম্পানির ৯৪ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ার। এদিন কোম্পানিটির ৭ লাখ ৯৫ হাজার ৬০৩টি শেয়ার ৩০ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর সর্বনিম্ন ৩৮১ টাকা থেকে সর্বোচ্চ ৩৮২.৫০ টাকায় লেনদেন হয়েছে। এরপরই রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ১০ লাখ ৫৬ হাজার ৩৯৩টি শেয়ার ২৪ কোটি ৫০ লাখ ৮৩ হাজার টাকায় লেনদেন হয়েছে। শেয়ারগুলো ২৩২ টাকায় একবারে লেনদেন হয়েছে। এরপর রয়েছে স্কয়ার ফার্মা। কোম্পানিটির ৫ লাখ শেয়ার ১৪ কোটি ৭৫ লাখ টাকায় লেনদেন হয়েছে। এই সময় কোম্পানিটির শেয়ার দর ছিল ২৯৫ টাকা। এছাড়া আইপিডিসি’র ৩৭ হাজার ৫০০ শেয়ার ১০ লাখ ৮৭ হাজার টাকায়; খুলনা পাওয়ারের ১ লাখ শেয়ার ৬৬ লাখ টাকায়; লাফার্জ হোলসিম সিমেন্টের ১৫ লাখ শেয়ার ৮ কোটি ২৫ লাখ টাকায়; লিন্ডে বিডি’র ৩ হাজার ৬৬৮টি শেয়ার ৪৫ লাখ ৫৬ হাজার টাকায়; রেনাটার ১ লাখ শেয়ার ১২ কোটি ২৫ লাখ টাকায়; রিপাবলিক ইন্স্যুরেন্সের ১০ লাখ শেয়ার ২ কোটি ৫৩ লাখ টাকায়; শাশা ডেনিমসের ৫০ হাজার শেয়ার ৩১ লাখ ৫০ হাজার টাকায়; রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬৮ হাজার ৫০০ শেয়ার ৩৭ লাখ ৪৭ হাজার টাকায়; স্টাইল ক্রাফটের ৭০০ শেয়ার ১৫ লাখ ১৯ হাজার টাকায় এবং ইউনাইটেড পাওয়ারের ১০ হাজার শেয়ার ২৬ লাখ ৭০ হাজার টাকায় লেনদেন হয়েছে।
×