ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৫:৩৭, ২১ জুন ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৬৭৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৪১ কোটি ১৮ লাখ টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে ৬৩৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এই দিনে ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ৯০টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর। ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৫৪ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ আলিফ ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, নাভানা সিএনজি, ইউনাইটেড পাওয়ার, ফার্মা এইড, গ্রামীণফোন, মুন্নু সিরামিক, বেক্সিমকো ও উসমানিয়া গ্লাস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, উসমানিয়া গ্লাস, এটলাস বাংলাদেশ, জাহিন টেক্স, এপেক্স স্পিনিং, মুন্নু সিরামিক, বিডি অটোকার, জেএমআই সিরিঞ্জ, লিব্রা ইনফিউশন ও রিজেন্ট টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- পপুলার লাইফ, ঝিল বাংলা সুগার, পিপলস ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, কেডিএস এক্সেসরিজ, এশিয়া ইন্স্যুরেন্স ও সামাতা লেদার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৬১৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর।
×