ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যার পরামর্শে ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করেন

প্রকাশিত: ০৫:২৩, ২১ জুন ২০১৮

 যার পরামর্শে ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ করেন

আইনজীবী ও কূটনীতিক পরমেশ্বর নারায়ণ হাকসার ১৯৬৭ সালের ৬ মে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সচিবের দায়িত্ব গ্রহণ করেন। সহকর্মীদের কাছে তিনি হাকসার সাহেব বা পিএনএইচ নামে পরিচিত ছিলেন। ইন্দিরার লেখা নোট থেকে জানা যায়, অর্থনীতির রাজনীতির চালচিত্র বদলে দিতে হাকসারের পরামর্শ কাজে লেগেছিল। হাকসার ১৯৬৭ সালের মে থেকে ১৯৭৩ সালের জানুয়ারি পর্যন্ত ইন্দিরা গান্ধীর সচিব ছিলেন। অর্থনৈতিক সঙ্কটে সরকার যখন কঠিন অবস্থায় তখন ইন্দিরা তার মতো অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেন। তিনি ছিলেন যেন ইন্দিরা সরকারের ‘আদর্শিক ও নৈতিক দিক নির্দেশক’। তারই পরামর্শে ইন্দিরা ব্যাংক, কয়লাখনি ও তেল শোধনাগার জাতীয়করণ করেন। এমনকি ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ, বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও পরবর্তীতে কয়েকটি গুরুত্ব চুক্তি সম্পাদনের ক্ষেত্রেও তার পরামর্শ কাজে লেগেছিল বলে ধারণা করা হয়। জয়রাম রমেশের লেখা ‘ইন্টারওয়াইন্ড লাইভস: পি এন হাকসার এ্যান্ড ইন্দিরা গান্ধী’ বইটিতে তাদের দুজনের সম্পর্কের নানা দিক উঠে এসেছে। ১৯৬৯ সালের জুলাই ছিল প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরার জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। তিনি ৯ জুলাই ব্যাঙ্গালুরু এক অনুষ্ঠানে নতুন অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরেন। ওই পরিকল্পনাকে ভারতের অর্থনীতির রাজনীতি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল গণ্য করা হয়। পরিকল্পনার নথিতে হাকসার লেখেন, এখন সময় এসেছে আমাদের সামাজিক লক্ষ্যগুলো পূরণের জন্য অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ গ্রহণের। প্রয়োজনে কঠিন পদক্ষেপ গ্রহণের ইচ্ছা আমাদের আছে কি না এ বিষয়ে জনমনে সংশয় তৈরির আশঙ্কা আছে। এ আশঙ্কা দূর করার জন্য আমাদের এখন কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’ ওই পরিকল্পনায় তিনি সম্ভাব্য রাজনৈতিক ও সামাজিক বিবাদ এড়ানোর জন্য ভূমি সংস্কারের ওপরও গুরুত্ব আরোপ করেন। এক কথায় এটি কম গুরুত্বপূর্ণ বিষয় নয়, এ বিষয়ে বিলম্ব করা হলে গুরুতর রাজনৈতিক ও সামাজিক সমস্যার জন্ম হতে পারে। হাকসার ইন্দিরাকে সমাজবাদী দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য অনুপ্রাণিত করেন। তিনি মনে করতেন যেখানে কোটি কোটি মানুষ শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের মতো মৌলিক চাহিদা থেকে বঞ্চিত সেখানে বাজার অর্থনীতি একটি ধনিক শ্রেণী তৈরি করবে। সমাজে অতি ধনী ও অতি দরিদ্র শ্রেণীর মধ্যে বৈষম্য বাড়বে এবং দ্বন্দ্ব সংঘাত বেড়ে যাওয়ার অবস্থা তৈরি হবে। এসব কারণে ১৯৬৯ সালের ৯ জুলাই ব্যাংক ব্যাঙ্গালুরু অল ইন্ডিয়া কংগ্রেস কনফারেন্সে ব্যাংক জাতীয়করণের সুপারিশ। তার সুপারিশ অনুযায়ী ১০ দিনের মধ্যে ১৪টি ব্যাংক জাতীয়করণ করা হয়। ওই পরিকল্পনা পরবর্তী সময়ে ইন্দিরার ‘বিভ্রান্তিকর চিন্তা’ নামে পরিচিতি অর্জন করে। -দ্য হিন্দু
×