ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জম্মু ও কাশ্মীরে কেন্দ্রের শাসন জারি

প্রকাশিত: ০৫:২৩, ২১ জুন ২০১৮

জম্মু ও কাশ্মীরে  কেন্দ্রের শাসন জারি

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে বুধবার কেন্দ্রীয় সরকারের শাসন জারি করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ নিয়ে ১৯৭৭ সালের পর থেকে রাজ্যটিতে অষ্টমবারের মতো কেন্দ্রীয় শাসন জারি করা হলো। মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যপাল এনএন ভোরা রাজ্যটিতে কেন্দ্রীয় শাসন জারের জন্য রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছিলেন। যার একটি কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠিয়েছেন তিনি। খবর এনডিটিভির। ক্ষমতাসীন জোটের অংশীদার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জোট ছাড়ার পর জম্মু ও কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। মঙ্গলবার বিজেপির ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী মেহবুবা। এরপর বুধবার রাজ্যটিতে কেন্দ্রীয় শাসন জারি করেন রাষ্ট্রপতি। এর আগে মেহবুবা মুফতির নেতৃত্বাধীন কাশ্মীরভিত্তিক পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) সঙ্গে তিন বছর স্থায়ী জোট ছাড়ার ঘোষণা দেয় বিজেপি। জ্যেষ্ঠ নেতা রাম মাধব বলেন, কাশ্মীরে পিডিপি সরকারকে আর সমর্থন দেয়া সম্ভব হচ্ছে না।
×